গত ৭ সেপ্টেম্বর ঘোষিত হয়েছে সুপার কাপের সূচি। ফেডরেশনের পক্ষ থেকে সেইসময় দলসংখ্যা ও ফরম্যাটের বিষয়ে জানানো হলেও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে বিশেষ কিছু বলা হয়নি। এদিকে, গত দু’বছর ধরে সুপার কাপ অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে। তবে, এবার সুপার কাপ আয়োজন করতে বিশেষ আগ্রহী নয় ওড়িশা। তাই বাধ্য হয়েই ভেন্যু বদলের পথে হাঁটতে হচ্ছে এআইএফএফ’কে।
জানা যাচ্ছে, ডুরান্ড কাপের আদলেই একাধিক ভেন্যুতে এবার সুপার কাপ আয়োজন করতে চাইছে ফেডারেশন। সেজন্য, তারা ইতিমধ্যেই শিলং, গুয়াহাটি ও গোয়ার সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তাও শুরু করেছে। পাশাপাশি, বিকল্প হিসেবে আরও কয়েকটি রাজ্যের সঙ্গেও আলোচনা চলছে। এক্ষেত্রে, কলকাতার কথা ভাবা হলেও সম্ভবত বাজেটের কথা মাথায় রেখে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে ফেডারেশন।
Advertisement
এদিকে, সুপার কাপ খেলার প্রাথমিক সম্মতি দিলেও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, এবারের সুপার কাপ বিজয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পাবে কি না? তাঁদের সেই প্রশ্নের উত্তরে শুত্রুবার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হল সুপার কাপ জয়ী দল গত দু’বছরের মতোই এবারেও এসিএল টু’য়ের যোগ্যতা -অর্জন পর্বে খেলবে। ইস্টবেঙ্গলের ছাড়াও কলকাতার বাকি দুটি দল মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিংও সুপার কাপে খেলার সম্মতি জানিয়েছে।
Advertisement
অন্যদিকে, সুপার কাপের জন্য আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল। তার আগেই মিগুয়েল, রশিদ সহ দলের সব বিদেশি ফুটবলার কলকাতায় এসে পড়বেন বলেই জানা গিয়েছে।
Advertisement



