• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

তৃতীয় টেস্টে ভারতীয় দলে বড় রদবদল হতে পারে

প্রথম ইনিংসে তিনি সাতটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড শিবিরকে কিছুটা চাপে রেখে দিয়েছিলেন। আবার দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছিলেন পাঁচটি উইকেট। প্রয়োজনীয় মুহূর্তে সুন্দরের সুন্দর বোলিং দলকে এগিয়ে রাখবে।

মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট দল।

পরপর দুই টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরে ভারতীয় শিবিরে হতাশার ছবি। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ওয়াংখেড়ের মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। তার প্রধান কারণ হল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে গেলে এই ম্যাচটা যেমন জিততে হবে, তেমনই আবার অস্ট্রেলিয়া সফরে প্রত্যেকটা ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় নেই ভারতের কাছে। সেই কারণেই ভারতীয় দলকে অত্যন্ত সতর্কতা নিয়ে লড়াই করতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে। হয়তো সেই কারণেই বড় বদল হতে পারে ভারতীয় দল গঠনে। অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিছুতেই রান পাচ্ছেন না। সেটাও কিন্তু বড় ব্যাপার। আবার উল্টো দিকে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা চেষ্টা করবেন ভারতকে হোয়াইটওয়াশ করে সিরিজটা পাকাপাকিভাবে নিজেদের আয়ত্তের মধ্যে রেখে দিতে। ভারত ২০১২ সালের পর প্রথম হোম সিরিজে পিছিয়ে পড়ল।

এই পরিস্থিতিতে কোচ গৌতম গম্ভীর চাইছেন দলে পরিবর্তন আনতে। সেই কারণে ভারতের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরাকে টানা চারটি টেস্ট খেলার পরে বিশ্রাম দেওয়া হতে পারে। তার প্রধান কারণ হল, শারীরিক দিক দিয়ে তাঁর প্রচুর ধকল হয়েছে। এই ধকল সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে যশপ্রীত বুমরাকে অবশ্যই প্রয়োজন। তাই সিরিজের শেষ ম্যাচে দলে না রেখে তাঁকে টানা ৩০ দিন বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই অবস্থায় বোলার বিভাগকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। তাই মুম্বইয়ের লাল মাটির উইকেটে অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরকে রাখা হবে। গত টেস্ট ম্যাচে দুরন্ত বোলিংয়ে ওয়াশিংটন সবার নজর কেড়ে নিয়েছিলেন।

প্রথম ইনিংসে তিনি সাতটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড শিবিরকে কিছুটা চাপে রেখে দিয়েছিলেন। আবার দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছিলেন পাঁচটি উইকেট। প্রয়োজনীয় মুহূর্তে সুন্দরের সুন্দর বোলিং দলকে এগিয়ে রাখবে। বাদের তালিকায় অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবকে সরে যেতে হতে পারে। আবার উইকেট রক্ষক ঋষভ পন্থ হাঁটুর চোট নিয়ে সমস্যায় রয়েছেন। তাঁকেও বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে ঋষভ পন্থকে নেওয়া হবে। সেই কারণে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ঋষভ পন্থকে খেলানোর পক্ষপাতী নন কোচ। সেই জায়গায় খেলতে পারেন ধ্রুব জুরেল। আবার ফিরিয়ে আনা হতে পারে সরফরাজ খানকে। তাঁর ব্যাট থেকে আগেই একটি শতরান এসেছে। বাদ পড়তে পারেন কে এল রাহুলও। তাই এখন দেখার বিষয়, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ব্যাটে-বলে তৃতীয় টেস্ট ম্যাচে কতখানি সফল হতে পারেন।