শনিবার বৈঠক ডাকল টেবল টেনিস ফেডারেশন

জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযােগ এনেছেন দেশের শাটলার মণিকা। তিনি দাবি করেছিলেন সৌম্যদীপ নাকি তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন।

Written by SNS Kolkata | September 10, 2021 4:50 pm

মণিকা বাত্রা (Photo: IANS)

বিবাদ মেটাতে জাতীয় কোচ সৌম্যদীপ রায় ও মণিকা বাত্রার ঝামেলা মেটাতে শনিবার বৈঠক ডাকল টেবল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযােগ এনেছেন দেশের শাটলার মণিকা। তিনি দাবি করেছিলেন সৌম্যদীপ নাকি তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন।

মণিকার অভিযােগ পাওয়ার পর টিটিএফআই কারণ খতিয়ে দেখার জন্য নােটিশ দিয়েছিল সৌম্যদীপকে। তার থেকে লিখিত উত্তর চাওয়া হয়েছে, জানা গিয়েছিল যে, সৌম্যদীপ নাকি গত মার্চে টোকিও অলিম্পিকের আসরে একটি কোয়ালিফায়ার ম্যাচ ছাড়তে বলেছিলেন মণিকাকে।

টিটিএফআইয়ের সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সংবাদসংস্থা পিটিআইকে জানান, মণিকা এবং সৌম্যর বক্তব্য বৈঠকে শােনা হবে এবং একটি তদন্তকারী প্যানেল তৈরি করা হবে। আগামী শনিবার গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের দিকেই চোখ থাকবে সকলের।