ভারত আর পাকিস্তানের লড়াই বলতেই মর্যাদার। দেশের সম্মানের প্রশ্ন। মহিলাদের ক্লাব ফুটবলে লড়াইয়ে দেশের সম্মানকে রক্ষা করল ইস্টবেঙ্গল। বৃহস্পছতিবার সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের করাচি সিটি উইমেনস ফুটবল ক্লাবকে ২-০ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেডের মেয়েরা।
খেলার শুরু থেকে দাপট দেখিয়ে ইস্টবেঙ্গলের ফুটবলাররা প্রতিপক্ষ পাকিস্তানের ক্লাবকে এলোমেলো করে দেন। কোনভাবে পাকিস্তানের ক্লাবের খেলোয়াড়রা ঘুরে দাঁড়াতে পারেন নি।
Advertisement
খেলার ৫ মিনিটে বক্সের মাথা থেকে ডান পায়ের অসাধারণ শটে প্রথম গোল করেন সুলঞ্জনা রাউ। প্রথমার্ধের খেলার ফলাফলে কোনও বদল হয় নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল। ৪৯ মিনিটে হেডে দারুন গোল করেন রেস্টি নানজিরি ।
Advertisement
এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসিকে ৪-০ গোলে হারিয়ে দেয় লাল-হলুদ ব্রিগেড। পরপর দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইস্টবেঙ্গল। ফাইনালের পথে আরও এক এগিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।
ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল একাধিকবার বিদেশের মাটিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবার মহিলা দল প্রথম খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। অ্যান্টনি স্যামসন অ্যান্ড্রুজের কোচিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গলের মেয়েরা। দেশের সেরা ক্লাব হয়ে ওঠার সুবাদে এএফসি প্রতিযোগিতায় খেলেছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। এখন সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ চলছে। এই টুর্নামেন্টে নেপালের এপিএফ উইমেনস ফুটবল ক্লাব এবং বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে। সেই দুই ম্যাচে জয় পেলে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।
Advertisement



