কৃত্রিম টার্ফে ম্যাচ, তাই মেসির খেলা সংশয়

Written by SNS April 26, 2024 1:19 pm

মায়ামি– হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ ওই সময় ইন্টার মায়ামির হয়ে চার ম্যাচ এবং আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে তিনি ছিলেন না৷ এরপর মাঠে ফিরে অবশ্য কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন মেসি৷ মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই, তবে আসন্ন ম্যাচে এই প্রধান তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে৷ চোট নয়, এর নেপথ্যে মাঠের কৃত্রিম টার্ফ!

এর আগে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম আর্টিফিশিয়াল টার্ফে মেসির খেলা নিয়ে কিছুটা দোদুল্যমান অবস্থা দেখা দিয়েছিল৷ ন্যাচারাল মাঠের চেয়ে যেখানে চোট লাগার ঝুঁকি বেশি থাকে৷ ওই সময় তাকে কৃত্রিম টার্ফের মাঠে খেলানো হয়নি৷ তেমন পরিস্থিতি আবারও সামনে এসেছে এই তারকা ফরোয়ার্ডের সামনে৷ মায়ামি আগামী রবিববার তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রিভোলিউশনের৷ ম্যাচটি হবে কৃত্রিম টার্ফ দিয়ে গড়া জিলেট স্টেডিয়ামের মাঠে৷ তাই চোটের ঝুঁকি এড়াতে ম্যাচটিতে আর্জেন্টাইন অধিনায়কের না খেলার সম্ভাবনাই বেশি!

অন্যদিকে, চোটের সমস্যা রয়েছে মেসির দীর্ঘদিনের বন্ধু ও মায়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের৷ তিনি হাঁটুর চোট নিয়ে ভুগছেন লম্বা সময় ধরে৷ যার কারণে তার ক্যারিয়ারও আর বেশি বড় না হওয়ার শঙ্কা রয়েছে৷ তাই মেসির মতো মায়ামির আসন্ন ম্যাচে হয়তো সুয়ারেজকেও পাবে না৷ এ নিয়ে কথা বলেছেন মায়ামি ও যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার জুলিয়ান গ্রেসেল৷