শিবনাথ দাস
মঙ্গলবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। দু’টি কাপের বাজি। ‘দ্য এভরি ডে আলটিমা কাপ’। তিন বছরের বাচ্চা ঘোড়ারা ছুটছে। লড়াই হবে ‘কেইতারো’ এবং ‘ম্যাগনিকিজোর’ মধ্যে। সিমরান’স স্টার ঘোড়াটি আপসেট করতে পারে।
মতামত
প্রথম বাজি— দুপুর ২টা, কেইতারো ১, ম্যাগনিকিজো ২, সিমরান’স স্টার ৩
দ্বিতীয় বাজি— ২.৩০ মি., জিন লাফেতে ১, মেড ইন হ্যাভেন ২, পাল চা ৩
তৃতীয় বাজি— ৩.০০টা, গ্লোবাল ইনফ্লুয়েন্স ১, দুবাই প্রিন্সেস ২, কিংস রিট্রিট ৩
চতুর্থ বাজি— ৩.৩০ মি., লুকরেটিয়াস, ১, ট্রেস বিয়েন ২, টোটালি এপিক ৩
পঞ্চম বাজি— ৪.০০টা, ইন্ডিয়ান জ্যাক ১, অ্যামালফিটানা ২, বান্সকি ৩
ষষ্ঠ বাজি— ৪.৩০ মি., সেনসেসেনাল ১, ফেলিক্স ২, ভয়েজ অফ এ ড্রিম ৩।
দিনের সেরা— সেনসেসেনাল