দেশের বৃহত্তম স্টেডিয়াম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নামে গুজরাতের আহমেদাবাদ মােতেরায় এই স্টেডিয়ামের বিস্তারিত অনুষ্ঠান সরাসরি প্রচারের দায়িত্ব পেয়েছে হিস্টরি টিভি ১৮।

Written by SNS Gujraat | September 16, 2021 11:40 pm

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Photo: Twitter/@airnewsalaerts)

দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি রামানন্দ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নামে গুজরাতের আহমেদাবাদ মােতেরায় এই স্টেডিয়ামের বিস্তারিত অনুষ্ঠান সরাসরি প্রচারের দায়িত্ব পেয়েছে হিস্টরি টিভি ১৮।

সর্বাধুনিক প্রযুক্তির উৎকর্ষে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। এখানে প্রায় দেড় লাখ দর্শক বসে খেলা দেখতে পারবেন। স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে আটশাে কোটি টাকা। আটত্রিশ মাসের মধ্যে এর কাজ সম্পূর্ণ করা হয়েছে।

স্টেডিয়াম তৈরির প্রযুক্তির বিস্তারিত সম্প্রচারের দায়িত্বে রয়েছে হিস্টরি টিভি ১৮। অস্ট্রেলিয়ার মেলবাের্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়েও মােতেরা স্টেডিয়ামের পরিসর বড় করা হয়েছে।