জানুয়ারি মাসেই খুব সম্ভবত বাবা হতে চলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেজন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরে আসছেন বিরাট। বাকি তিনটি ম্যাচে তিনি খেলবেন না। আর ওই সময়ে অনুষ্কার পাশে থাকবেন বলে বিরাট আগেই ছুটির আর্জি জানিয়েছিল বিসিসিআইকে। আর ছুটি মঞ্জুর করেছে বিসিসিআই তবে এখানেই প্রশ্ন উঠে গেল।
অনেকে বলাবলি করছেন, পিতৃত্বকালীন ছুটি বিরাট কি করে নিলেন। ধােনি কিন্তু মেয়ে জিভার জন্মের সময় কাছে থাকতে পারেননি সাক্ষীর। সেই সময় তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। আর এখানেই ধােনি স্পেশাল।
Advertisement
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় জিভার জন্ম হয়েছিল। সেই সময় ধােনি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। ধােনিকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে তখন তিনি বলেছিলেন আমি এখন দেশকে প্রতিনিধিত্ব করছি। বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাকি সবকিছুর জন্য সময় পড়ে রয়েছে। অনেকেই ধােনির এই উদাহরণ টেনে এনে বিরাট কোহলিকে খোঁচা দিচ্ছেন।
Advertisement
Advertisement



