প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এশিয়াডে খেলার আবেদন করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।

Written by SNS July 18, 2023 10:58 am

ভারত:- কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুসারে, সেরা ৮ দলের মধ্যে থাকলে তবেই এশিয়ান গেমসে দল পাঠানো যাবে। কিন্তু ভারতীয় ফুটবল দল এখনও এশিয়ার সেরা আট দলের মধ্যে নেই। ফলে ২০১৮ সালের পর চলতি বছরেও এশিয়াডের মঞ্চে দেখা যাবে না ব্লু ব্রিগেডের সদস্যদের। এই পরিস্থিতিতে আসরে নামলেন ভারতীয় ফুটবল দলের হেডকোচ ইগর স্টিমাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে এশিয়াডে খেলার আবেদন করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার। সোমবার একটি টুইট করেছেন স্টিমাচ। সেখানেই কেন্দ্রীয় সরকারের কাছে দলকে এশিয়াডে অংশগ্রহণ করতে দেওয়ার অনুমতি চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের হেড কোচ লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আমি অনুরোধ করছি আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার অনুমতি প্রদানের জন্য। এই বছরে এখনও পর্যন্ত তিনটি ট্রফি জিতেছেন ভারত। মার্চে ত্রিদেশীয় কাপের পর জুন মাসে আন্তঃমহাদেশীয় কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমনকি চলতি মাসে সাফ কাপও ঘরে তুলেছে ইগর স্টিমাচের দল। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী ২টি প্রতিযোগিতাতেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দলের এই পারফরম্যান্সের তথ্যও তুলে ধরেছেন ইগর স্টিমাচ। এমনকি সম্প্রতি ফ্রান্স সফরে এমবাপের ভারতের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেছিলেন মোদী। নিজের টুইট বার্তায় সেই কথাও উল্লেখ করেছেন স্টিমাচ। ভারতীয় ফুটবল সংস্থা পরিকল্পনা করেছিল, আসন্ন এশিয়ান গেমসে দল পাঠানো হবে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এশিয়ান গেমস। তার আগে থাইল্যান্ডে কিংস কাপে খেলবে ভারতীয় দল।