• facebook
  • twitter
Friday, 26 December, 2025

জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গলের মেয়েরা

ম্যাচের ৩২ মিনিট নাগাদ দারুন সুযোগ পেয়েছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। তবে, তা থেকে কোনও গোল আসেনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইডব্লুএলের প্রথম ম্যাচে জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণীতে তামিলনাড়ুর সেতু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। জয়সূচক গোলটি করেন সৌম্যা গুগুলথ।

এদিন ইস্টবেঙ্গলের মেয়েরা সেইভাবে সেতু এফসি-র বিরুদ্ধে ভালো খেলা উপহার দিয়ে পারেননি ম্যাচের শুরুতে। প্রথমদিকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও লাল-হলুদ ব্রিগেড প্রতিপক্ষ দলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে পারেননি। পাল্টা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করতে থাকেন সেতু এফসি-র খেলোয়াড়রা। তবে এদিন ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের ক্লান্তি চোখে পড়েছে। অল্প সময় দৌড়াদৌড়ি করেও তাঁরা নজর কাড়তে পারেননি।

Advertisement

ম্যাচের ৩২ মিনিট নাগাদ দারুন সুযোগ পেয়েছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। তবে, তা থেকে কোনও গোল আসেনি। দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল গোলের সুযোগ পেয়েছিল, তা থেকে গোল হয়নি। ৭৭ মিনিটের মাথায় লাল-হলুদের হয়ে জয়সূচক গোলটি করেন সৌম্যা গুগুলথ। সুলঞ্জনা রাউলের পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে দুরন্ত গোল করে যান তিনি। এগিয়ে যাওয়ার পর কিছুটা হলেও আক্রমণে ফেরে ইস্টবেঙ্গল। তবে, তা থেকে আর গোলের ব্যবধান বাড়েনি। শেষপর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের মেয়েরা।

Advertisement

এখানে উল্লেখ করা যেতে পারে, কয়েকদিন আগে সাফ ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল দুরন্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই খেলোয়াড়রা আইডব্লুএলের প্রথম ম্যাচে অংশ নেওয়ার আগে সেই অর্থে বিশ্রাম পাননি।

অন্যদিকে, কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ডে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। সায়ন, শ্যামল বেসরাদের নিয়ে গড়া লাল-হলুদের দ্বিতীয় সারির দল এদিন ফাইনালে ৩-০ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসিকে। রায়গঞ্জে খেলা শুরুর ২৪ মিনিটের মধ্যেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সায়ন ব্যানার্জি। এরপর ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান শ্যামল বেসরা। দু’মিনিট বাদে নাসিবের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচে এদিন ডায়মন্ড হারবার ছন্দেই ছিল না।

Advertisement