২০১৮ সালে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলেন কিলিয়ান এমবাপে। আবার ২০২২ সালে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান এমবাপে। সেই তারকা ফুটবলার এমবাপে নাকি দেশের হয়ে মাঠে নামবেন না। এই গুঞ্জন শুনে এমবাপে জানান এই ব্যাপারটা একেবারে মিথ্যা। তাই এই কথা কিছুতেই মেনে নিতে পারছি না। দেশ আমার কাছে বড়। এর বাইরে অন্য কিছু ভাবতে রাজি নই। আসলে গত মাসে ইজরাইল ও ইতালির বিরুদ্ধে ফ্রান্সের হয়ে খেলেননি এমবাপে। তারপরেই এমবাপেকে নিয়ে এমন কথা উঠে এসেছে। এই মুহূর্তে ফ্রান্সের জাতীয় দলের অধিনায়ক এমবাপে।
এদিকে দেশের কোচ দিদিয়ের দেঁশ বলেছেন, এমবাপে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত। সেই কারণে তিনি খেলতে পারেননি। আর অক্টোবর মাসে না খেলার পিছনে কারণ বলতে চোট। তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা গিয়েছিল আবার শোনা গিয়েছিল কোচের সঙ্গে দূরত্ব হওয়ায় এমবাপে দেশের জার্সি গায়ে দেননি। অন্যদিকে এমবাপে বলেছেন, দেশের প্রতি ভালোবাসা একটুও কমেনি। মানসিক সমস্যায় কিছু কিছু ক্ষেত্রে আমাকে ভাবিয়ে তলেছে। এই ব্যাপারটা হালকাভাবে নেওয়া ঠিক হবে না। এমবাপে আরও বলেন, সব কিছুর আগে আমার দেশ। ইউরোকাপে খেলতে গিয়ে নাকে চোট পেয়েছিলেন। সেই অবস্থায় ফেসগার্ড পরে দেশের হয়ে খেলেছিলেন। নাক দেশের জন্য উৎসর্গ করেছিলাম। এর পরেও কী নতুন করে বলতে হবে দেশের জন্য কত গর্বিত।
Advertisement
Advertisement
Advertisement



