• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

মুম্বইয়ের হয়ে সৈয়দ আলি টি-২০ ক্রিকেটে যশ্বসী খেলবেন

ওড়িশার বিরুদ্ধে তাদের আরও একটি লিগের ম্যাচ বাকি রয়েছে। চারটি এলিট গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগের জন্য যোগ্যতা অর্জন করবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের হয়ে শতরান করে জয়ের পথকে নিশ্চিত করে দেন ওপেনার যশ্বসী জয়সওয়াল। একদিনের ক্রিকেটে এটি তাঁর প্রথম শতরান। এই কৃতিত্বের পর যশ্বসী চুপচাপ বসে থাকতে চান নি। মুম্বাই য়ের হয়ে তিনি মাঠে নামবেন। টি-২০ সৈয়দ মুস্তাদ আলি ম্যাচে খেলার জন্য ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র আধিকারিকের কাছে যশস্বী জয়সওয়ালের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই কর্তা জানিয়েছেন, সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যশস্বী জয়সওয়াল মুম্বইয়ের হয়ে খেলবেন তা পরিস্কার করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে শেষবার গত ২০২৩-২৪ মরশুমের কোয়ার্টার ফাইনালে যশ্বসী খেলেন। পরে জাতীয় দলের হয়ে খেলার ফলে, তিনি আর সুযোগ পাননি। ২৩ বছর বয়সী যশস্বী এই টুর্নামেন্টে মোট ২৮টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৬টি ইনিংসে মোট ৬৪৮ রান করেছেন। টুর্নামেন্টে যশ্বসী তিনটি অর্ধ শতরান রয়েছে। তবে রোহিত শর্মা এই প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা, তা এখনও জানা যায় নি।

Advertisement

অন্যদিকে, শার্দূল ঠাকুরের নেতৃত্বে মুম্বই ৬টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে এলিট গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে। ওড়িশার বিরুদ্ধে তাদের আরও একটি লিগের ম্যাচ বাকি রয়েছে। চারটি এলিট গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগের জন্য যোগ্যতা অর্জন করবে।

Advertisement

এরপর সুপার লিগের শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ১২, ১৪, এবং ১৬ ডিসেম্বর পুনের দুটি ভেন্যুতে সুপার লিগের ম্যাচগুলি হবে। আর ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Advertisement