• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

সাসপেন্ড ব্রোঞ্জজয়ী মহিলা বক্সার পারভীন

দিল্লি— গত বছর এশিয়ান গেমসে ভারত দারুণ সাফল্য পেয়েছিল৷ পদকের তালিকার পাশে ভারতের কাছে ১০৭টি লেখা ছিল৷ সেই পদক তালিকা থেকে ভারতের একটি পদক কমে যেতে চলেছে৷ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী মহিলা বক্সার পারভীন হুডাকে ২২ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে৷ সাসপেন্ড করার কারণে ভারতের পদকের সংখ্যা একটা কমে যাচ্ছে৷ এশিয়ান গেমসে মহিলাদের ৫৭ কেজি

দিল্লি— গত বছর এশিয়ান গেমসে ভারত দারুণ সাফল্য পেয়েছিল৷ পদকের তালিকার পাশে ভারতের কাছে ১০৭টি লেখা ছিল৷ সেই পদক তালিকা থেকে ভারতের একটি পদক কমে যেতে চলেছে৷ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী মহিলা বক্সার পারভীন হুডাকে ২২ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে৷ সাসপেন্ড করার কারণে ভারতের পদকের সংখ্যা একটা কমে যাচ্ছে৷ এশিয়ান গেমসে মহিলাদের ৫৭ কেজি বিভাগে পরিভীন ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷ তার ফলে প্যারিস অলিম্পিক্স গেমসে তাঁর যোগ্যতা অর্জনের ছাড়পত্র হাতে এসে গিয়েছিল৷ কিন্ত্ত ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি রিপোর্ট অনুসরে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলে তারপরে ১২ মাসের মধ্যে প্রতি মাসে পদকজয়ীকে জানাতে হয় তিনি কোথায় রয়েছেন৷

পাশাপাশি, কী করছেন তা জানাতে হয়৷ ১২ মাসের মধ্যে তাঁকে তিনবার তথ্য দেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল৷ কিন্ত্ত কোনও খবর পাওয়া যায়নি পারভীনের কাছ থেকে৷ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বক্সার পারভীন হুডা ১২ মাসের মধ্যে কোনওরকম যোগযোগ করেননি৷ তার ফলে আন্তর্জাতিক বক্সিং সংস্থার ডোপ বিরোধী নিয়মে ২.৪ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়৷ সেই কারণেই ২২ মাসের জন্য পারভীনকে সাসপেন্ড করা হয়েছে৷ তার ফলে ২০২২ সাল থেকে আগামী ২০২৪ সালের ১৭ মে পর্যন্ত এই শাস্তির মধ্যে থাকতে হবে৷ এই ঘটনার কারণে ভারতীয় বক্সিং সংস্থার সম্মানহানি হয়েছে৷ প্যারিস অলিম্পিক্সে পারভীন ৫৭ কেজি বিভাগে মনোনীত হয়েছিলেন, সেই কোটা ছেড়ে দিতে হবে৷ আগামী শুক্রবার অলিম্পিক্স গেমসে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৫৭ কেজি বিভাগে লড়বেন জ্যাসমিন লাম্বোরিয়া৷ তিনি যদি জিততে পারেন, তাহলে প্যারিস যাওয়ার ছাড়পত্র পাবেন৷