চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। সোমবারও ঝলসে উঠলো তার ব্যাট। দল হারলেও পাঞ্জাবের বিরুদ্ধে ৩৯ বলে ঝোড়ো ৫৭ রান করেন তিনি। তারফলে এক মরশুমে মুম্বইয়ের হয়ে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন তিনি, টপকে গেলেন দীর্ঘ ১৫ বছরের শচীন তেণ্ডুলকরের রেকর্ড। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক মরশুমে সর্বাধিক ৬১০ রান করেছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এদিন সেই রানসংখ্যাই ছাপিয়ে গেলেন তিনি। বর্তমানে তার রানসংখ্যা দাঁড়ালো ৬১৯। এরফলে কমলা টুপির দৌড়ে চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। ইতিমধ্যেই চলতি আইপিএলের নকআউটের যোগ্যতা অর্জন করেছে হার্দিক পান্ডিয়ার দল। ফলে নিজের রানসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে সূর্যকুমারের কাছে তা বলাই বাহুল্য।
তবে এই প্রথম নয়। এর আগেও ২০২৩ সালে ৬০০ রানের গণ্ডি অতিক্রম করেছিলেন তিনি। সেই মরশুমে ১৬ ম্যাচ খেলে করেছিলেন ৬০৫ রান। পাশাপাশি এই মরশুমে আরও একটি রেকর্ড গড়লেন তিনি। মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি ছক্কাও মারার রেকর্ডও বর্তমানে তার দখলে। চলতি বছরে এখনও মোট ৩২টি ছয় মেরেছেন তিনি।