প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে ভারতের নীরজ চোপড়া হেরে গিয়েছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে। এবারের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের আর্শাদ অংশ নিলেও ভারতের নীরজ প্রতিনিধিত্ব করছেন না এই প্রতিযোগিতায়। তবে তিনি দোহাতে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে ৯০ মিটার দূরত্ব করে নীরজ রেকর্ড গড়েছিলেন। এই প্রথমবার তিনি এই দূরত্ব গড়েন। ডায়মন্ড লিগে অংশ নেওয়ার পরে নীরজ বিশ্রাম নিতে চেয়েছিলেন বলে ভারতীয় দলে তাঁর নাম রাখা হয়নি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। শনিবার অলিম্পিক্সের পর প্রথম বিদেশ সফরে সোনা জিতে নিলেন জ্যাভলিন থ্রোয়ে পাকিস্তানের নাদিম। তিনি ভারতের শচীন যাদবকে পিছনে ফেলে সোনা জিতে নিয়েছেন। নাদিম ৮৬.৪০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা জয় করেন। ভারতের শচীন যাদব ৮৫.১৬ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান পান। আর তৃতীয় হয়েছেন জাপানের ইয়ুতা সাকিয়ামা। তিনি জ্যাভলিন ছুঁড়েছেন ৮৩.৭৫ মিটার দূরে। এই ইভেন্টে একটা সময় শ্রীলঙ্কা রুমেশ থরঙ্গা পাথিরাগে প্রথমদিকে বেশ এগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ স্থান নিয়ে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়। তিনি ৮৩.২৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছেন। ভারতের অপর প্রতিযোগী যশবীর সিং ৮২.৫৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে পঞ্চম স্থান পান। ষষ্ঠ স্থান পেয়েছেন চিনের হু হাওরান।
এদিকে এদিন ভারতের পারুল চৌধুরী দ্বিতীয় রুপোর পদক পেলেন। ৫০০০ মিটার স্টিপলচেজে ১৫:১৫.৩৩ সেকেন্ড সময় করে রুপোর পদক জিতলেন। অবশ্য দিনের প্রথম পদকটি আসে অনিমেষ কুজুরের হাত ধরে ২০০ মিটার দৌড়ে। অনিমেষ জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন কুজুরের। তিনি ব্রোঞ্জ পদক পান ২০.৩২ সেকেন্ড সময় করে। আবার এশিয়ান গেমসে পদকজয়ী ভিতা ৪০০ মিডার হার্ডলসে ব্রোঞ্জ পদক পেলেন। তিনি সময় করেছেন ৫৬.৪৬ সেকেন্ড। মহিলাদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন পূজা । তিনি সময় নেন ২:০১.৮৯ সেকেন্ড। মহিলাদের ২০০ মিটার ফাইনালে পঞ্চম স্থানে এসে পৌঁছন ভারতের জ্যোতি ইয়ারাজি।
Advertisement
Advertisement
Advertisement



