দিল্লি ম্যাচে দলে ফিরতে পারেন সূর্যকুমার

Written by SNS April 3, 2024 12:52 pm

দিল্লি— টানা তিন ম্যাচে হার৷ হারের হ্যাটট্রিক হওয়ার পর দলকে নিয়ে নানা জনে নানা কথা বলছেন৷ কেউ বলছেন অধিনায়ক বদল হোক৷ হার্দিককে সরিয়ে আবার রোহিতের হাতে অধিনায়কের দায়িত্বদেওয়া হোক৷ কেউ বলছেন, এত তাড়াতাডি় এ সব করলে হিতে বিপরীত হবে৷ ধীরে চল নীতিতে তাঁরাল বিশ্বাসী৷ তবে ম্যাচের পোস্টমর্টেম করতে গিয়ে দেখা যাচ্ছে মিডল অর্ডারে দলকে ভরসা দেওয়ার কাউকে পাওয়া যাচ্ছে না৷ হার্দিক রানের মধ্যে নেই৷ তিলক ভার্মা ছাড়া কাউকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ সূর্যকুমার যাদব দলের বাইরে৷ তিনি এলে দলে হয়তো ব্যালান্স তৈরি হবে৷ তাই খোঁজ পডে়ছে সূর্যের৷ তিনি কবে ফিরবেন! এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এনসিএ৷ সূর্যের আপাতত ঠিকানা বেঙ্গালুরুতে এনসিএ-তে৷ সেখানে তিনি রিহ্যাব করছেন৷ তাঁর দুটি অস্ত্রোপচারের কারনে ফিট হতে দেরি হচ্ছে৷ হার্ণিয়া ও গোড়ালিতে৷ প্রথম পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি৷ পরের পরীক্ষাতেও তাঁকে সেভাবে দেখা যায়নি৷ তবে শোনা যাচ্ছে, মঙ্গলবার আবার সূর্যের ফিটনেস টেস্ট হবে৷ যদি ফিট হতে পারেন তা হলে মুম্বইয়ের পরের ম্যাচে তাঁকে দলে পেতে পারে মুম্বই ইন্ডিয়ান্স৷

ইতিমধ্যে মুম্বই তিনটি ম্যাচের তিনটিতে হেরেছে৷ প্রথম ম্যাচে তারা গুজরাটের কাছে হারার পর সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরেছে৷ এবং শেষ ম্যাচে তারা রাজস্থানের কাছে হারল ৬ উইকেটে৷ এই ফরম্যাটে চোট লাগার আগে সূর্যকুমার বিশ্বের একনম্বর ক্রিকেটার ছিলেন৷ তাই তাঁর দলের অনেক ভরসা৷ অনেকে মনে করছেন সূর্য ফিরলে দলের মানসিক শক্তি অনেকটাই বেডে় যাবে৷ তাই মঙ্গলবাব সূর্যের ফিটনেস টেস্টের দিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টও৷ ফিরলে ভাল না হলে আরও অপেক্ষা৷ ৭ এপ্রিল ওয়াংখেডে়তে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে৷ আশা, সেদিন ঘরের মাঠে সূর্য দলের হয়ে নামতে পারবেন৷