বৃহস্পতিবার হয়ে গেল আসন্ন সুপার কাপের গ্রুপ বিন্যাস। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের সুপার কাপ, যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আগেই এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে।
সেইমতো, বৃহস্পতিবার ড্রয়ের মাধ্যমে সুপার কাপের গ্রুপ বিন্যাস করা হল। গ্রুপ- এ রয়েছে কলকাতার দুই চির -প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। এছাড়াও, এই গ্রুপের বাকি দু’টি দল হল রিয়াল কাশ্মীর এবং চেন্নাইয়ান এফসি। যারফলে, গ্রুপ পর্বেই ফের একবার ডার্বি ম্যাচের সাক্ষী থাকবে ফুটবলপ্রেমীরা।
Advertisement
জানা গিয়েছে, ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর সুপার কাপে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, ৩১ অক্টোবর হয়তো চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান। ইতিমধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে প্রাথমিক সূচি ও ফরম্যাট পাঠানো হয়ে গিয়েছে।
Advertisement
সুপার কাপের গ্রুপ : গ্রুপ এ – মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি, রিয়াল কাশ্মীর, গ্রুপ বি – এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি, গ্রুপ সি – বেঙ্গালুরু এফসি, মহামেডান, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা, ডি গ্রুপ – মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড
Advertisement



