• facebook
  • twitter
Monday, 2 December, 2024

মোহনবাগানে সই করছেন স্টুয়ার্ট, ইস্টবেঙ্গলে আসছেন জিকসন

নিজস্ব প্রতিনিধি:  আইএসএল ফুটবলে সেরা দলের স্বীকৃতি পাওয়ার জন্য কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল দল গঠনে বছরের শুরুতেই তৎপর হয়ে উঠেছে৷ দুই দলই চেষ্টা করছে সেরা খেলোয়াড়দের সই করিয়ে নিয়ে চমক দিতে৷ তাই দেখতে পাওয়া যাচ্ছে স্বদেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিদের নিয়েও টানাপোড়েন চলেছে দুই প্রধানের৷ এবারে আইএসএল ফুটবলে মহমেডান স্পোর্টিংও খেলবে৷ সেইভাবে

নিজস্ব প্রতিনিধি:  আইএসএল ফুটবলে সেরা দলের স্বীকৃতি পাওয়ার জন্য কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল দল গঠনে বছরের শুরুতেই তৎপর হয়ে উঠেছে৷ দুই দলই চেষ্টা করছে সেরা খেলোয়াড়দের সই করিয়ে নিয়ে চমক দিতে৷ তাই দেখতে পাওয়া যাচ্ছে স্বদেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিদের নিয়েও টানাপোড়েন চলেছে দুই প্রধানের৷ এবারে আইএসএল ফুটবলে মহমেডান স্পোর্টিংও খেলবে৷ সেইভাবে মহমেডানের কর্মকর্তারা চমক দিয়ে খেলোয়াড়দের সই করাতে কিছুটা পিছিয়ে রয়েছেন৷ ইতিমধ্যেই মোহনবাগান আর্মান্দো সাদিকুর পরিবর্ত খেলোয়াড় হিসেবে মুম্বই সিটি এফসি’র প্রাক্তন ফুটবলার গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে৷

এদিকে ইস্টবেঙ্গল জিকসন সিংহের সঙ্গে প্রায় পাকা কথা আদায় করে নিয়েছে৷ জিকসনের জন্য ইস্টবেঙ্গল কয়েক কোটি টাকা খরচ করতে রাজি৷ এখানে উল্লেখ করা যেতে পারে আর্মান্দো সাদিকুর খেলা গত মরশুমে সেইভাবে মোহনবাগান শিবিরে প্রভাব ফেলতে পারেনি৷ তাই নতুন কোচ মোলিনা একজন ভালো ফরওয়ার্ডকে চাই বলে কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছিলেন৷ সেই কারণেই গ্রেগ স্টুয়ার্টের মতো আক্রমণভাগের একজন অন্যতম সেরা খেলোয়াড়কে সই করানো হচ্ছে৷ তিনি অতীতে জামশেদপুর এফসি’র হয়ে নজর কেড়েছেন এবং পরবর্তীতে মুম্বই সিটির হয়ে ভালো খেলেছেন৷

এ বছরের শুরুতেই স্কটল্যান্ডের ক্লাব কিলমারনকে৷ ইতিমধ্যে জিকসন কলকাতায় পা রেখেছেন৷ ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিপত্রে সই করেছেন৷ তিনি কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন৷ ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি হিসাবে কেরলকে ৩.২ কোটি টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে৷ জিকসনকে নিতে আরও কয়েকটি ক্লাব মুখিয়ে ছিল৷ কিন্ত্ত ইস্টবেঙ্গলের আর্থিক প্রস্তাব বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছে৷ ইস্টবেঙ্গল তিন বছরের জন্য জিকসনকে সই করিয়ে নিচ্ছে৷ প্রতি বছর জিকসন আড়াই কোটি টাকা করে পেতে পারেন৷