স্টার্ক রবিবার বিরাটদের বিরুদ্ধে ইডেনে নাও খেলতে পারেন

Written by SNS April 20, 2024 12:44 pm

নিজস্ব প্রতিনিধি– আইপিএলে ইতিহাস তৈরি করে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নেয় কেকেআর৷ সব থেকে বড় বাজি মেরে স্টার্ককে দলে নেওয়ার পর মেন্টর গৌতম গম্ভীর বলেছিলেন, স্টার্ক আমাদের দলের এক্স ফ্যাক্টর৷ অস্ট্রেলিয়ার হয়ে যে বোলিংটা করে, সেটা আইপিএলে করতে পারলে আমাদের চিন্তা অনেকটাই কমবে৷ আমরা আশাবাদী, স্টার্ক সেটা করতে পারবে৷ ঢাক-ঢোল পিটিয়ে দলে নিয়ে এখন হাত কামড়োনো ছাড়া আর কোনও উপায় নেই৷ এখনও পর্যন্ত ৬টি ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন স্টার্ক৷ রান দিয়েছেন ২৩২৷ ইডেনে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর পিঠে ফ্লপ কথাটি লিখে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না৷ ৪ ওভারে তিনি দিয়েছিলেন ৫০ রান৷ প্রথম দু’ওভারে দেন ২৪ রান৷ শেষ দুওভারে ২৬৷ দলের এক নম্বর বোলারের কাছ থেকে এমন পারফরম্যান্স এলে দল কী করবে! তবু নাইট টিম ম্যানেজমেন্ট আশাবাদী৷ তাঁরা মনে করছে, এখনও অনেক ম্যাচ বাকি৷ হয়তো স্টার্কের কাছ থেকে ভাল পারফরম্যান্স পাওযা যাবে৷ আবার এটাও শোনা যাচ্ছে, অনেক হয়েছে৷ আর কতদিন তাঁর উপর ভরসা রাখা হবে৷ তার থেকে বরং অন্য কাউকে নিয়ে এসে দেখে নেওয়া যেতে পারে৷ সে ব্যাপারে দু’জন ক্রিকেটারের নাম উঠে আসছে৷ এঁরা হলেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা৷ এছাড়া রয়েছেন শেরফান রাদারফোর্ড৷ দুষ্মন্তের বোলিংয়ে ভাল গতি আছে৷ জাতীয় দলের হয়ে নজর কেডে়ছেন৷ আর ক্যারিবিয়ান তারকা রাদারফোর্ড বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভাল করেন৷ তবে শেষ মুহূর্তে কী হবে তা কেউ জানেন না৷ কারন স্টার্কের মতো একজন মহাতারকাকে বসানোর সিদ্ধান্ত কেকেআর ম্যানেজমেন্ট নিতে পারে কিনা এখন সেটাই দেখার৷ তবে পারফরম্যান্স যদি শেষ কথা হয়, তা হলে প্রথম একাদশে জায়গা হচ্ছে না স্টার্কের৷ হ্যাঁ, বিরাটদের বিরুদ্ধে খেলতে নামার আগে স্টার্ককে বিশ্রাম দিয়ে দুই বিদেশির য়ে কোনও একজন দেখে নিতে পারে কেকেআর৷ এটা ভবিষ্যতের জন্য ভাল একটা দিক হতে পারে৷ আরসিবি-র বিরুদ্ধে না দেখলে কবে তারা দেখবে!