• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

স্পিন বোলিং কোচ নিয়োগ করা হবে

আবেদনকারীকে অবশ্যই একজন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হতে হবে। অথবা কমপক্ষে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার ছাড়পত্র থাকতে হবে।

ফাইল চিত্র

বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বিরুদ্ধে স্পিনাররা যে ভূমিকা নেবেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সংস্থা স্পিন বোলিংয়ের কোচ নিয়োগে নির্দেশিকা প্রকাশ করলেন। ইতিমধ্যেই বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে স্পিন বোলিং কোচ নিয়োগের জন্য আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, এই পদটি ভারতের স্পিন বোলিং ও প্রতিভা বিকাশ ও পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সব ফরম্যাটে ও বয়সভিত্তিকস্তরে এটি প্রযোজ্য হবে।

এমনকি ভারতীয় সিনিয়র ক্রিকেট দল, ভারত এ, অনুর্ধ্ব-২৩, অনুর্ধ্ব-১৯, অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৫ দলের পাশাপাশি রাজ্য ক্রিকেট সংস্থার খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্ষেত্রে নিয়োগ হওয়া স্পিন বোলিং কোচদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তার জন্যই স্পিন বোলিং কোচের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে তাঁরা জমা দিতে পারবেন কোচ হওয়ার জন্য। সেই সঙ্গে বলা হয়েছে, প্রধান কোচের সঙ্গে সঙ্গে যাঁরা নিয়োগ হবেন, তাঁরা ঘনিষ্ঠভাবে কাজ করবেন। প্রতিভাবান স্পিনারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ অংশ হবে। তবে এই পদের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

Advertisement

বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই একজন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হতে হবে। অথবা কমপক্ষে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার ছাড়পত্র থাকতে হবে। তাঁর পরিচয় হবে, তিনি একজন ভারতীয় ক্রিকেটার। এছাড়াও সাত বছরের মধ্যে কমপক্ষে তিন বছর কোনও হাই পারফরম্যান্স সেন্টার, আন্তর্জাতিক দল, ভারত এ দল, ভারত অনুর্ধ্ব ১৯, ভারত মহিলা দল বা আইপিএল ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। আসলে এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়েই ধরা পড়েছে আগামী দিনে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা। আর প্রতিভাবান খেলোয়াড়রা যাতে সঠিকভাবে নিজেদের বিকাশ ঘটাতে পারেন, সেটাও দেখার।

Advertisement

Advertisement