পরপর দুটো টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল হেরে যাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর শপথে একদিনের ম্যাচকে পাখির চোখ করেছিলেন অধিনায়ক লোকেশ রাহুল। অবশ্য রাঁচির মাঠে প্রথম ম্যাচে ভারতীয় দলে সবচেয়ে বড় ভরসা হিসেবে আসেন দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই দুই ক্রিকেটারের দুরন্ত ব্যাটিংয়ে ভারতের জয় এসেছে। তবে ভারত প্রথম একদিনের ম্যাচে রানের পাহাড় করলেও, তাকে চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খেলা শুরু করেছিলেন, তা অবশ্যই ভাবনার বিষয় ছিল। শেষ পর্যন্ত ভারতের বোলার কুলদীপ যাদবের বলে ধস নেমে আসে প্রতিপক্ষ দলে। ভারতের ৩৪৯ রানের লক্ষ্যে পৌঁছতে দক্ষিণ আফ্রিকা ৩৩২ রান করে ১৭ রানে হার স্বীকার করে নেয়। তবে লড়াইটা খুব একটা সহজ ছিল না ভারতের কাছে। সেই কারণে বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে আরও বেশি সচেতন হয়ে লোকেশ রাহুলরা মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা দলে প্রথম একদিনের ম্যাচে বেশ কিছু পরিবর্তন হয়েছিল। এমনকি অধিনায়ক টেম্বা বাভুমা খেলেননি। কিন্তু এবারে দক্ষিণ আফ্রিকা দল গঠনে বড় পদক্ষেপ নেবে, তা জোর গলায় বলা যায়। তাই দুই দলের কাছেই ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রায়পুরের মাঠে শক্ত মনোবলে মোকাবিলা করা।
ভারতীয় দলে অবশ্যই হাতিয়ার বলতেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট ও রোহিতের ব্যাট যদি ঝলসে উঠতে পারে, তাহলে প্রতিপক্ষ দলকে চিন্তায় পড়তে হবে। সাহসী ভূমিকা নিয়ে রোহিত শর্মা যেমন ব্যাট করবেন, তেমনই আবার বিরাট কোহলি ঝোড়ো ইনিংস খেলে ভারতের জয়কে নিশ্চিত করার চেষ্টা করবেন। খুব সম্ভবত ভারতীয় দলে দুই থেকে তিনজন খেলোয়াড় পরিবর্তন হতে পারে। তাঁদের মধ্যে থাকতে পারেন নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা ও ঋতুরাজ গায়কোয়াড়। টেস্ট ক্রিকেটে আর্শদীপ সিং কিছুটা সফল হলেও, প্রথম একদিনের ম্যাচে নজর কাড়তে পারেননি। দলে ফিরছেন ঋষভ পন্থ। তরুণ ব্রিগেড বলতে যাঁদের বোঝায়, তাঁরা কিন্তু সেই অর্থে ব্যর্থ। রোহিত শর্মা, বিরাট কোহলির পাশে অধিনায়ক লোকেশ রাহুল ও অভিজ্ঞ অলরাউন্ডার রবন্দ্রী জাদেজা ভারতীয় দলকে অনেকটাই টেনে নিয়ে গেছেন। মনে রাখতে হবে, সব খেলাতেই এই চারজনের ব্যাট থেকে রান আসবে তা নয়। সেই কারণেই দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ ভারতকে জিততেই হবে। তাহলে সিরিজ হাতে চলে আসবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও চেষ্টা করবে এই ম্যাচটা জিততে খেলায় সমতা ফিরিয়ে আনতে। তখন তৃতীয় একদিনের ম্যাচ অত্যন্ত ভাইটাল হয়ে যাবে। মঙ্গলবার অনুশীলন শেষে অধিনায়ক লোকেশ রাহুলের শরীরী ভাষায় স্পষ্ট বোঝা গিয়েছে তিনি জেতার জন্য তৈরি রয়েছেন। আবার দুই তারকা ক্রিকেটাররাও অপেক্ষায় রয়েছেন দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে। ভারতের সফল বোলার কুলদীপ যাদব আবারও ভেলকি দেখাতে অপেক্ষায় রয়েছেন। কুলদীপের বলে বেশ ভয়ে থাকেন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। তাই বলে হালকা চালে খেললে হবে না ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকা দলে মার্করাম, জানসেন ও অন্যান্য ক্রিকেটাররা ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য নিশ্চয়ই পরিকল্পনা করবেন। এখানেও কিন্তু টস একটা ফ্যাক্টর হবে। যে দল জিতবে, তারা হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।
Advertisement
রায়পুরে বিরাট কোহলি পৌঁছনোর পরেই ক্রিকেটের উত্তাপের পারদ চড়চড় করে বেড়ে গিয়েছে। বিরাট কোহলিকে দেখার জন্য শুধু মাঠের ধারে নয়, হোটেলের সামনে জনতার ভিড় দেখতে পাওয়া গিয়েছে। ছোট থেকে বড় সবাই কোহলির কাছে পৌঁছতে চেষ্টা করেছেন। ছোটদের হাতে দেখা গিয়েছে লাল গোলাপ। ছোটদের ভালোবাসা কোহলিকে এগিয়ে রাখে, তা বুঝতে অসুবিধা হয়নি।
Advertisement
Advertisement



