ভারতের শুভমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে দুরন্ত পারফম করেন। আইসিসি ক্রমতালিকায় বেশ কয়েক ধাপ উপরে উঠে এসেছেন শুভমন। তবে ক্রমতালিকায় নেমে আসতে হয়েছে বিরাট কোহলিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে শুভমন গিল একটি শতরান ও দু’টি অর্ধ শতরান করেছেন। তিন ম্যাচে ২৫৯ রান করেছেন তিনি। ভাল পারফরমেন্সের জন্য তাঁর জায়গা অনেকটাই উপরে উঠে এসেছে। এক দিনের ক্রিকেটে আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় চলে এসেছেন দ্বিতীয় স্থানে শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৭৮১। শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৬। অর্থাৎ, বাবরের থেকে ৫ রেটিং পয়েন্ট কম পেয়েছেন শুভমন।
আগের ক্রমতালিকায় চার নম্বরে ছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। মাত্র ৫ রান করে আউট হন। তৃতীয় ম্যাচে অর্ধশতরান করলেও ক্রমতালিকার হিসাব তার আগেই হয়ে গিয়েছে। চার থেকে ছ’নম্বরে নেমেছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭২৮।
রোহিত শর্মা আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন। তারপরেও এক দিনের ক্রমতালিকায় নেমেছেন তিনি। রোহিত ছিলেন দ্বিতীয় স্থানে। তিনি একধাপ নেমে তৃতীয় স্থানে এলেন। তাঁর জায়গাতেই উঠেছেন শুভমন। রোহিতের রেটিং পয়েন্ট ৭৭৩। প্রথম দশ ব্যাটসম্যানদের মধ্যে আরও এক ভারতীয় রয়েছেন। ১০ নম্বরে উঠেছেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচেই ভাল রান করেছেন তিনি। ফলে উন্নতি হয়েছে তাঁর। শ্রেয়সের রেটিং পয়েন্ট ৬৬৯। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্যই শুভমন গিলের কাছে একটা ভাল বার্তা পৌঁছালো।