• facebook
  • twitter
Sunday, 10 August, 2025

ঘুরে দাঁড়ানোর শপথে দ্বিতীয় টেস্টে শুভমন গিলরা

ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন প্রথম টেস্টে যে দল গঠন করা হয়েছিল, সেই দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২ জুলাই ভারত দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম টেস্ট ম্যাচে ভারত হেরে যায়। তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অধিনায়ক শুভমন গিলরা লড়াকু ভূমিকা নিয়ে মাঠে নামবেন। কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের অন্য কৌশলে খেলবার জন্যে নিশ্চয়ই কিছু টিপস দেবেন বলে বিশ্বাস। প্রথম টেস্টে যে ভুলগুলো হয়েছিল তা শুধরে নেওয়ার জন্যে নেটে সবাইকে দেখে নিলেন রবিবার কোচ গৌতম গম্ভীর। আসলে প্রথম টেস্টে পাঁচটি শতরান স্কোরবোর্ডে শোভা পেলেও, আসল লক্ষ্যে পৌছাতে পারেনি ভারতীয় দল। তারপরে দ্বিতীয় টেস্টে যদি ভারতের সেরা বোলার যশপ্রীত বুমরা না খেলেন, তা হলে একটা চাপের মধ্যে থাকতে। তাই সবকিছু চিন্তা ভাবনা করে কোচ নিশ্চয় পরিকল্পনা কষবেন।

এদিন নেটে দেখা গেল বাঁহাতি পাঞ্জাবের স্পিনার হরপ্রীত সিংকে। কোচ গম্ভীর তাঁকে ডাকেননি। তিনি নিজে এসেছেন। তাঁর স্ত্রী এখানে থাকেন। তাই গাড়ি করে এখানে আসেন। নেটে তিনি অতিথি বোলার হিসেবে বল করেন। আবার দেখা গেল চণ্ডিগড়ের তরুণ বোলার জগজিৎ সিং সান্ধুকে। তিনি কিছুক্ষণ বল করলেন অতিথি বোলার বিশেষ।

তবে একটা ঘটনা ঘটে গেল। মহম্মদ সিরাজ নেমে অনুশীলন করতে গিয়ে দেখেন শার্দুল ঠাকুরের ব্যাটটা ভাঙা। তা দেখে শার্দুল রেগে আগুন। বিব্রত হয়ে শার্দুল বলেন, কে আমার ব্যাটটা ভেঙেছেন। কেউই সেইভাবে উত্তর দেননি। তিনি ব্যাটটা হাতে কেমন যেন উদ্ভ্রান্ত হয়ে যান।

ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন প্রথম টেস্টে যে দল গঠন করা হয়েছিল, সেই দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। করুণ নায়ারকে তিন নম্বরেক খেলানো উচিত। শুভমন গিলের দলে বেশ কয়েকজন তরুণ মুখ রয়েছে। বিশ্বাস তাঁরা ঘুরে দাঁড়াবে। করুণ নায়ারকে যদি তিন নম্বরে খেলানো হয়, সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডিকে ছয় নম্বরে নামানো ঠিক হবে।
দ্বিতীয় টেস্টেও বোধ হয় ব্যাটসম্যানদের জন্যে উইকেট সহায়ক হবে। প্রচুর রান আসবে। তাই অত্যন্ত সতর্ক ভূমিকা নিয়ে ভারতীয় দলকে খেলতে হবে। সেই কারণে দলের প্রথম পাঁচজন ব্যাটসম্যানদের বড় রান করতে হবে। তারপরে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের তাড়াতাড়ি প্যাভেলিয়নে ফেরত পাঠাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে হবে।

News Hub