• facebook
  • twitter
Monday, 16 June, 2025

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে শুভমন গিলই এগিয়ে

শুক্রবার কোচ নিজে শুভমন গিলের বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। তার আগে অবশ্য তিনি মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন।

ফাইল চিত্র

টেস্ট ক্রিকেট থেকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিদায় নেওয়ার পরে কথা উঠেছিল, দলকে নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার কোথায়? সেই সময় অবশ্য বিরাট কোহলির নাম নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, বিরাট কোহলিকে অধিনায়কের ব্যাটনটা যদি হাতে তুলে দেওয়া যায়, তাহলে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পুরো দলটাকে পরামর্শ দিতে পারবেন। কিন্তু বিরাট কোহলিও আর অপেক্ষা করেননি। বন্ধু রোহিতের মতো তিনিও টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন।

তাহলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে যাঁদের বোঝায় ভারতীয় দলে, তাঁদের মধ্যে একমাত্র যশপ্রীত বুমরার নামটাই উঠে আসে। কিন্তু কোচ, নির্বাচকমণ্ডলী যশপ্রীত বুমরাকে অধিনায়ক হিসেবে দেখতে চাননি। বুমরার চোট নিয়ে বার বার সংশয় তৈরি হয়েছে। সেই কারণে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে বুমরার নাম থাকলেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়। আসলে ৩১ বছর বয়সী যশপ্রীত বুমরাকে পছন্দের তালিকায় রাখেননি কোচ গৌতম গম্ভীর। সেই জায়গায় কোচ বলেছেন, এখনই ঠিক করা হোক ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার মতো একজন তরুণ ক্রিকেটারকে। সেক্ষেত্রে শুভমন গিলের নামটা সবার গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে।

শুক্রবার কোচ নিজে শুভমন গিলের বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। তার আগে অবশ্য তিনি মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন। শুভমনের সঙ্গে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরও কথা বলেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হবে, তেমনই আবার অধিনায়কের নামটা প্রকাশ্যে আনার হবে। শুধু তাই নয়, নির্বাচকদের সামনে আরও একটি চিন্তার বিষয় রয়েছে, অধিনায়ক হিসেবে পছন্দের তালিকায় কাকে রাখা হবে? সেক্ষেত্রে ঋষভ পন্থের নামটা স্বাভাবিকভাবে আসতেই পারে। আবার অনেকে বলছেন, যশপ্রীত বুমরাকেও সহঅধিনায়ক হিসেবে ভাবা হতে পারে। তবে এখনই সরকারিভাবে কোনওকিছু বলা না হলেও সবটাই রয়েছে প্রাথমিক পরিকল্পনার স্তরে।