• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শােয়েব আখতারের তােপ

এবার পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে তােপ দাগলেন প্রাক্তন পাক পেসার শােয়েব আখতার। তিনি বলেন, পিসিবি তাকেও ঠিকঠাক ব্যবহার করতে পারেনি।

শােয়েব আখতার (File Photo: IANS)

এবার পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে তােপ দাগলেন প্রাক্তন পাক পেসার শােয়েব আখতার। তিনি বলেন, পিসিবি তাকেও ঠিকঠাক ব্যবহার করতে পারেনি। সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয়।

বাঁহাতি পেসার আমির বলেছেন যে, তিনি বর্তমান পিসিবি ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে পারব না। তাই আমি ক্রিকেট ছেড়ে দিলাম। এবার শােয়েব আখতার ওই প্রসঙ্গকে টেনে এনে বললেন, খােলাখুলি বলছি যে ২০১১ বিশ্বকাপে আমাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি।

Advertisement

তবে সেটা অধিনায়ক আফ্রিদি করেনি। ম্যানেজমেন্টের বাকিরা এটা করেছিল। আমি এটা প্রকাশ্যেই বলছি। আমাকে মানসিক দিক দিয়ে দুর্বল করে দেওয়া হচ্ছিল। অবশ্য আমি এসব ব্যাপারে পাত্তা দিইনি। কারণ তার আমি অবসরের কথা ঘােষণা করেছিলাম ।

Advertisement

Advertisement