• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

দুটি হাত নেই তবুও শিবম স্বপ্ন দেখেন ভারতীয় দলে খেলার

প্রথম প্রথম ব্যাট চালাতে সমস্যা হলেও, ধীরে ধীরে তা রপ্ত করেন তিনি। বাঁ বগলে ব্যাট ধরেন শিবম। অর্থাৎ, শট মারতে গেলে গোটা দেহের শক্তি ব্যবহার করতে হয়।

নিজস্ব চিত্র

বড় হওয়ার পরেই উত্তরপ্রদেশের শিবম কুমার বুঝতে পেরেছিলেন যে অন্যদের থেকে তিনি আলাদা। তাঁর দুটো হাত নেই। তবুও পিছিয়ে পড়েননি শিবম। দুই হাত না থাকলেও খেলার প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকেই দেখতে পাওয়া গিয়েছে। তাই তাঁর প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটের ব্যাট তুলে নিয়েছেন। ধীরে ধীরে সেই ব্যাটই হয়ে উঠেছে তার প্রধান হাতিয়ার। এখন হাত ছাড়াই অবলীলায় চার, ছক্কা মারতে পারেন উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার শিবম। ভারতের বিশেষ ভাবে সক্ষমদের দলে এক দিন তিনি নিশ্চই খেলবেন, এমনটাই সেই স্বপ্নই দেখেন ২৪ বছরের শিবম।

প্রথম প্রথম ব্যাট চালাতে সমস্যা হলেও, ধীরে ধীরে তা রপ্ত করেন তিনি। বাঁ বগলে ব্যাট ধরেন শিবম। অর্থাৎ, শট মারতে গেলে গোটা দেহের শক্তি ব্যবহার করতে হয়। সে ভাবেই ব্যাট করেন শিবম। তাঁর ব্যাটিং সকলকেই চমকিত করে। ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন শিবম। ছেলের খেলার প্রতি ভালবাসা দেখে তাঁর বাবা ও মা সবসময় পাশে থেকেছেন। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় স্থানীয় প্রতিযোগিতা খেলতে যান শিবম। রান করেন। ভাল ফিল্ডিংও করেন তিনি।

Advertisement

তাঁর প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। ভারতীয় দলের খেলা থাকলে রোহিতকে দেখার জন্যই টিভির সামনে বসে থাকেন শিবম। শিবমের স্বপ্ন আগামী দিনে রোহিতের মতো ভারতীয় দলে খেলা।

Advertisement

Advertisement