• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

স্ত্রীকে নিয়ে বিশ্বকাপের আগে আবারো চাপে সামি

ভাগ্য ভালো না থাকলে যা হয়, সেই পুরানো ঝামেলায় আবারও জড়িয়ে পড়তে হল সামিকে।

মহম্মদ সামি (Photo Surjeet YadavIANS)

 

নিজস্ব প্রতিনিধি – আবারও বেকায়দায় মহম্মদ সামি। দীর্ঘদিন পর জাতীও দলের হয়ে একদিনের ক্রিকেতের দলে কামব্যাক করার বেশ ভালো ছন্দে দেখা গিয়েছিল বাংলার পেসারকে। কোনও সময়ের জন্য তাঁর খেলা এবং বোলিং দেখে মনে হয়নি তিনি তিনি দীর্ঘদিন খেলেননি। নিউজিল্যান্ডের মাটিতে ভালো পারফরমেন্স করে দেখিয়ে একটার পর একটা ম্যাচের সেরার খেতাব নিজের হাতে তুলে নিয়েছিলেন সামি। আর ভুলে গেলে হবে না চার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রতিযোগিতায় সামি ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছিলেন। আর যেভাবে সামি ছন্দের মধ্যে ফিরে এসেছিলেন আবারও বিশ্বকাপের প্রতিযোগিতার আগে সেখানে তাঁকে দেখে মনে হয়েছিল তাঁর দলে জায়গা পুরোপুরি পাকা এবং ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য সামি পুরোপুরি প্রস্তুত।

কিন্তু, ভাগ্য ভালো না থাকলে যা হয়, সেই পুরানো ঝামেলায় আবারও জড়িয়ে পড়তে হল সামিকে। স্ত্রী হাসিন জাহানের করা বিস্ফোরক অভিযোগের পর থেকেই সামির জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কিন্তু, স্ত্রী হাসিন জাহান কিছু প্রমাণ না করতে পারায় তা পুরোপুরি মিটে গিয়েছিল। কিন্তু, আবারও সামির জীবনে হাসিন জাহান ঝামেলায় জর্জরিত হয়ে গেল। তাঁর বিরুদ্ধে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগের মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিশ। হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে চার্জশিট তৈরি করেছে কলকাতা পুলিশ। সামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার্জশিট দেওয়া হল।ভারতিও দণ্ডবিধির ৪৯৮এ (পণ নেওয়া) ও ৩৫৪এ (বধু নির্যাতন) ধারার মামলা রজু হয়েছে ভারতীয় পেসারের বিরুদ্ধে। সামনেই আইপিএল। তারপর বিশ্বকাপ। টানা ক্রীড়াসূচী। এর মাঝেই এই ঝামেলায় সামি আরও কোণঠাসা হয়ে পড়ল তা বলাই যায়।