• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

বোর্ডের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন সেহবাগ

তিনি বলেন, ‘আইপিএলে এটাই দিগ্বেশের প্রথম মরশুম। আমার মনে হয়েছে, ওর উপর নির্বাসনের শাস্তিটা একটু বেশিই কড়া হয়ে গিয়েছে।

বীরেন্দ্র সেহবাগ

বিসিসিআইয়ের সমালোচনায় মুখর প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। বোর্ডের নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরব হয়েছেন। প্রাক্তন ওপেনারের দাবি, নিয়ম সকলের জন্য এক হওয়া উচিত।

হঠাৎ কেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সুর চড়িয়েছেন বীরু? চলতি আইপিএলে দিগ্বেশ রাঠি একাধিকবার ‘নোটবুক সেলিব্রেশন’ করে কড়া শাস্তির কবলে পড়েছেন। যা মোটেও ভালো লাগেনি প্রাক্তন ক্রিকেটার সেহবাগের। তিনি এই প্রসঙ্গে এমএস ধোনি এবং বিরাট কোহলির নামও টেনে আনেন। অতীতে দেখা গিয়েছে, এই ক্রিকেটাররা আরও অনেক বেশি আগ্রাসন দেখিয়েও সেভাবে শাস্তি পাননি। তুলনায় দিগ্বেশের মতো তরুণ ক্রিকেটারকে বারবার কঠিন শাস্তি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আইপিএলে এটাই দিগ্বেশের প্রথম মরশুম। আমার মনে হয়েছে, ওর উপর নির্বাসনের শাস্তিটা একটু বেশিই কড়া হয়ে গিয়েছে। অতীতে ধোনিকেও আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে ঢুকে পড়তে দেখা গিয়েছিল। ওকে তো নির্বাসনে পাঠানো হয়নি। কোহলিকেও বহুবার আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। বিরাটকেও নির্বাসিত করা হয়নি। যদিও দিগ্বেশ ছাড় পায়নি। ইচ্ছে করলেই দিগ্বেশকে ক্ষমা সহজেই ক্ষমা করা যেত।’

উল্লেখ্য, ম্যাচ চলাকালীন আম্পায়ারের নো বলের সিদ্ধান্তের প্রতিবাদ করতে মাঠে ঢুকে পড়েছিলেন ধোনি। ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটেছিল। ওই সময় ধোনির ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়। অন্যদিকে, ১৮ বছরের আইপিএল কেরিয়ারে কখনও নির্বাসিত হননি কোহলিও। যদিও ৫ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এক ম্যাচে বসতে হয় রাঠিকে। আর সেই কারণেই হয়তো বোর্ডের দ্বিচারিতা নিয়ে বীরেন্দ্র সেহবাগ প্রশ্ন তুলেছেন।