• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

দ্বিতীয়স্থান বিরাট কোহলি

সীমিত ওভারের ক্রিকেটে বাটিং রাঙ্কিংয়ে দ্বিতীয়স্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি রােহিত শর্মা তৃতীয় স্থানে রইলেন।

বিরাট কোহলি (Photo: Surjeet Yadav/IANS)

সীমিত ওভারের ক্রিকেটে বাটিং রাঙ্কিংয়ে দ্বিতীয়স্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি রােহিত শর্মা তৃতীয় স্থানে রইলেন। এছাড়া ভারতীয় পেস বােলার জসপ্রীত বুমরা পঞ্চম স্থানেই রইলেন।

উল্লেখযােগ্য হল, বাংলাদেশের বিরুদ্ধে অসাধার পারফরমেন্স করে দেখিয়ে চামারা সিলভা কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এলেন। সাতাশপ উঠে এসে তার স্থান এখন ৩৩ তম স্থানে। পাশাপাশি শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পারেরা তেরো ধাপ উঠে আপাতত বিয়াল্লিশতম স্থানে রয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement