করােনার মাঝেই চলতি বছরে উদ্বোধন হয়েছে ভারত তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মােতোর। এবার রাজস্থানে তৈরি হতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়াম তৈরির দায়িত্বে রয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থা।
ইতিমধ্যেই বিসিসিআই একশাে কোটি টাকা এই খাতে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। স্টেডিয়াম তৈরিতে মােট ২৯০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে বাের্ডের অনুদান বাদে একশাে কোটি টাকা ব্যাঙ্ক থেকে লােন নেওয়া হবে। বাকি নব্বই কোটি টাকা আসবে স্পনসরশিপ এবং বক্স বিক্রি থেকে।
Advertisement
মােট পচাত্তর হাজার মানুষ বসতে পারবেন এই স্টেডিয়ামে। শনিবার টুইট করে স্টেডিয়াম তৈরি হওয়ার কথা জানান আরসিএ সচিব বৈভগ গহলৌত। তাঁর দাবি, ২৪৩০ মাসের মধ্যে তৈরি হয়ে এই স্টেডিয়ামটি। দুটি ধাপে পরিকাঠামাে তৈরি হবে।
Advertisement
Advertisement



