আগামী চতুর্থ টেস্টে ভারতীয় দলের কি অবস্থান হবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই বিষয়ে এখন জোর কথার আদানপ্রদান চলছে। গত লর্ডস টেস্টে ইংরেজ ক্রিকেটারদের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শুভমন গিল। ইংল্যান্ডের সময় নষ্ট করা দেখে তর্কাতর্কি করেছিলেন জাক ক্রলির সঙ্গে। অধিনায়ক শুভমন গিলের এই আচরণকে কোনওভাবেই মেনে পারেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি স্পষ্ট জানিয়েছেন, অধিনায়ক শুভমনের আচরণ দেখে মনে হয়েছে তিনি যেন নিজেকে বিরাট কোহলি ভাবতে শুরু করেছেন। এই আচরণ দলকে উদ্বুদ্ধ করতে পারে না। কোহলি আগাগোড়া আগ্রাসী ক্রিকেটার বলেই পরিচিত। অধিনায়ক থাকার সময় আগ্রাসন আরও বেশি ছিল। বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা হলে তা কোহলির পারফরম্যান্স আরও বাড়িয়ে দিত। শুভমনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বরঞ্চ দলকে ক্ষতিই করছেন।
মঞ্জরেকর আরও বলেছেন, মনে রাখতে হবে কোহলির সঙ্গে বিপক্ষ দলের কোনও রকম ঝামেলা হলে সেটা তাঁর কাছে অন্যভাবে প্রকাশ পেত। বরঞ্চ ভারতীয় দলের আগ্রাসী ভূমিকাকে আরও বাড়িয়ে দিতেন। কোহলি আরও ভাল ব্যাটসম্যান হয়ে উঠতেন।কিন্তু শুভমনের ক্ষেত্রে তার উল্টোটা হচ্ছে। হতাশ হয়ে পড়ছেন অন্যরা।
Advertisement
মঞ্জরেকরের মতে, “শুভমনকে স্বাভাবিক খেলা খেলতে হবে। ব্যাট হাতে নামার সময় নিজেকে সংযত করতে হবে। অস্থির মনোভাবকে কখনওই জায়গা দেওয়া চলবে না।
Advertisement
মঞ্জরেকর আবার বলেন, শুভমন আগে এ রকম ছিলেন না। অধিনায়ক হওয়ার পরেই তাঁর চরিত্র অনেকটাই বদলে গেছে। শুভমনকে আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে হবে। মনে একটা জেদ থাকবে ম্যাচটা আমাকে জিততেই হবে। তাহলেই আত্মবিশ্বাসে কোনও সময়ের জন্য চিড় ধরবে না।
মঞ্জরেকর বার বার বলতে চেষ্টা করেছেন কোহলি যেভাবে ব্যাট করেছেন এবং অধিনায়ক হিসেবে দলকে উদ্ভুদ্ধ করেছেন তা নতুন করে বলবার কিছু নেই। কোহলির মতো মানসিকা নিয়েই শুভমনকে নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
Advertisement



