• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওয়েব সিরিজে সানিয়া

ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার।যক্ষ্মার বিরুদ্ধে সচেনতা বাড়ানাের উদ্দেশ্যে ‘এমটিবি নিশেধ অ্যালেন টুগেদার' নামে শােয়ে।

সানিয়া মির্জা (File Photo: IANS)

এবার ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার। যক্ষ্মার বিরুদ্ধে সচেনতা বাড়ানাের উদ্দেশ্যে ‘এমটিবি নিশেধ অ্যালেন টুগেদার’ নামে একটি শােয়ে তিনি অংশগ্রহণ করবেন।

টেনিস সুন্দরী বলেন, আমাদের দেশে বহুদিনের পুরনাে একটা ব্যাধির নাম যক্ষা। অর্ধেকের বেশি রােগীর বয়স তিরিশ বছরের নীচে। তাই এই রােগ নিয়ে ধারণা পাল্টানাের চেষ্টা করতে হবে। এই রােগের ঝুঁকি সব সময় থেকে যায়। করােনা অতিমারির ফলে ঝুঁকি আরও বেড়েছে। যক্ষ্মা আটকানাে এখন আরও কঠিন হয়ে উঠছে। তার জন্যই এটা করছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে। আনবে ইতিবাচক পরিবর্তনও।

Advertisement

Advertisement

Advertisement