• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

উয়েফার সেরা একাদশের তালিকা থেকে বাদ রোনাল্ডো, এমবাপে ও হ্যারি কেন

প্যারিস: ইউরোপীয় মহাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বড় প্রতিযোগিতা বলতেই ইউরো কাপ৷ আর এই ইউরো কাপের সংগঠক হল উয়েফা৷ এবারের ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইংল্যান্ড৷ ইংল্যান্ড ইউরো কাপে দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি৷ এবারে স্পেনের ফুটবলারদের সঙ্গে লড়াই করতে গিয়ে ইংল্যান্ড যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন অধরাই থেকে গেছে৷ ইউরো কাপ খেলা শেষ

প্যারিস: ইউরোপীয় মহাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বড় প্রতিযোগিতা বলতেই ইউরো কাপ৷ আর এই ইউরো কাপের সংগঠক হল উয়েফা৷ এবারের ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইংল্যান্ড৷ ইংল্যান্ড ইউরো কাপে দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি৷ এবারে স্পেনের ফুটবলারদের সঙ্গে লড়াই করতে গিয়ে ইংল্যান্ড যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন অধরাই থেকে গেছে৷ ইউরো কাপ খেলা শেষ হওয়ার পরে অন্যান্য বারের মতো এবারেও আয়োজক উয়েফা সেরা একাদশ বাছাই করেছে৷

সেরা একাদশে আশ্চর্যজনকভাবে বাদের তালিকায় পড়েছে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফ্রান্সের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার কিলিয়ান এমবাপে এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন৷ অবশ্য এবারের ইউরো কাপে সেইভাবে নজর কাড়তে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ সেইভাবে খবরের শিরোনামে উঠে আসতে পারেননি কিলিয়ান এমবাপে ও হ্যারি কেনের মতো ফুটবলাররা৷ তবে, হ্যারি কেন সোনার বুট জিতেছেন৷ তাও তাঁর জায়গা হয়নি সেরা একাদশে৷ চ্যাম্পিয়ন স্পেন দলের ছ’জন ফুটবলারকে বাছাই করা হয়েছে সেরা একাদশে৷ আর রানার্স আপ ইংল্যান্ড দল থেকে মাত্র একজন জায়গা পেয়েছেন৷ ফ্রান্সের দু’জন ফুটবলার এবং জার্মানি ও সুইৎজারল্যান্ডের একজন করে সেরা একাদশে নাম লেখাতে পেরেছেন৷ সেরা একাদশ হল— গোলরক্ষক: মাইক মেইগনান (ফ্রান্স), ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (স্পেন), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইৎজ়ারল্যান্ড), কাইল ওয়াকার (ইংল্যান্ড), মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ (স্পেন), দানি অলমো (স্পেন), রদ্রিগেস (স্পেন), নিকো উইলিয়ামস (স্পেন), ফরওয়ার্ড: জামাল মুসিয়ালা (জার্মানি) ও লামিনে ইয়ামাল (স্পেন)৷

এবারের ইউরো কাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ইয়ামাল৷ এই প্রতিযোগিতায় সেরা ফুটবলার হয়েছেন রদ্রিগেস৷ জিতেছেন সোনার বল৷ তাঁরা জায়গা করে নিয়েছেন সেরা একাদশে৷ তবে তিনটি গোল করে সোনার বুট জেতা হ্যারি কেনের জায়গা হয়নি৷