• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

একই দিনে রোনাল্ডো ও মেসির দল বিদায় নিল

আবার একই দিনে আমেরিকায় চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির ইন্টার মায়ামি দল। কানাডার ভ্যাঙ্কুবারের কাছে হারতে হল ১-৩ গোলের ব্যবধানে মেসিদের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলতেই সমর্থকরা অজ্ঞান। কিন্তু অবাক হতে হয়, একই দিনে দুই ক্লাবের হয়ে মাঠে নামেন মেসি ও রোনাল্ডো। দুই তারকা ফুটবলারের ক্লাব হেরি গিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন খেলেন সৌদি আরবের আল নাসের দলে। আর দক্ষিণ ফ্লোরিডার ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তাই তাঁদের খেলা দেখার জন্য গ্যালারিতে কোনও জায়গা থাকে না। বৃহস্পতিবার ঘরের মাঠে হার স্বীকার করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের দল হাড্ডাহাড্ডি লড়াই শেষে এদিন খেলা ড্র করলেও শেষ পর্যন্ত দুই লেগের খেলায় হেরে গেল জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ২-৩ গোলের ব্যবধানে। এই হারের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের খেলা থেকে বিদায় নিতে হল।

আবার একই দিনে আমেরিকায় চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির ইন্টার মায়ামি দল। কানাডার ভ্যাঙ্কুবারের কাছে হারতে হল ১-৩ গোলের ব্যবধানে মেসিদের। দুই লেগে ব্যবধান দাঁড়ায় ৫-১ গোল। এই জয়ের ফলে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল তারা। মেসি একেবারেই এদিন ছন্দে ছিলেন না। বেশ কয়েকটি সুযোগ পেয়েও আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি গোল করতে পারেননি। খেলার ৯ মিনিটের মাথায় জর্দি আলবার গোলে ইন্টার মায়ামি এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি। মেসির মতো সুয়ারেজকেও ফর্মে দেখতে পাওয়া যায়নি। খেলার ৫১ ও ৫৩ মিনিটে পরপর দু’টি গোল করে ভ্যাঙ্কুবার মেসিদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। গোল করেছেন ব্রায়ান হোয়াইট এবং পেদ্রো ভিটে। ৭১ মিনিটে সেবাস্তিয়ান বারহল্টারের গোলে ভ্যাঙ্কুবারের জয় নিশ্চিত হয়ে যায়।

Advertisement

অন্যদিকে খেলার ১০ মিনিটেই তাতসুয়া ইতোরের গোলে কাওয়াসাকি ফ্রন্টেল এগিয়ে যায়। ২৮ মিনিটে আল নাসেরের হয়ে খেলায় সমতায় ফেরান সাদিও মানে। ৭৬ মিনিটে জাপানের ফন্টেল ক্লাব আবার এগিয়ে যায় আকিহিরো এনাগার গোলে। ৮৭ মিনিটে আল নাসেরের হয়ে আয়মান ইয়াহিয়া গোল করে খেলায় সমতা ফেরান। কিন্তু প্রথম লেগে সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে থাকায় কাওয়াসাকি ফ্রন্টেল ৩-২ গোলের ব্যবধানে জয়ের সুবাদে ফাইনালে খেলার পথ পরিষ্কার করে নেয়।

Advertisement

Advertisement