রোহিত চাইছেন পাকিস্তানের সঙ্গে ভারতের টেস্ট হোক

Written by SNS April 19, 2024 12:11 pm

মুম্বই— ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে তাঁর কোনও আপত্তি নেই৷ ২০০৮ সালে মুম্বইতে জঙ্গি হামলার পরে ভারত ও পাাকিস্তানের দ্বিপাক্ষির সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল৷ তারপর থেকে কোনওভাবেই সেই সিরিজ এখনও চালু করা সম্ভব হয়নি৷ আইসিসি বা এসিসি’র কোনও প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান দুই দেশই খেলে৷ যখন দুই দেশই ক্রিকেট খেলে নিজেদের মধ্যে, তাহলে কেন ভারত-পাকিস্তানের টেস্ট ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না? রোহিত তার উত্তরে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে ভালই লাগবে তাঁর৷ এমনকি, পাকিস্তানের বোলিং আক্রমণকে অত্যন্ত সমীহ করে থাকেন৷ তাদের বোলারদের প্রশংসা করতেই হবে৷

এখানে উল্লেখ করা যেতে পারে, ভারত ও পাকিস্তান শেষবারের মতো মুখোমুখি হয়েছিল গত বিশ্বকাপ ক্রিকেটে৷ আর এই ম্যাচটা হয়েছিল ভারতের মাটিতে৷ আহমেদাবাদে এই খেলাকে ঘিরে তীব্র উত্তেজনা ছিল৷ পাকিস্তান বিশ্বকাপ খেলতে এলেও, ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ ক্রিকেট খেলতে যায়নি পাকিস্তানে৷ রোহিত যদিও মনে করেন, পাকিস্তান খুব ভালো দল৷ তাদের বোলিং আক্রমণ যথেষ্ট উন্নত মানের৷ তাই দুই দল যদি বিদেশের মাটিতে মুখোমুখি হয়, তাহলে এই খেলার চেহারাই বদলে যাবে৷ ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার জন্য সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকেন৷ এখানে বলা যেতে পারে, এই দুই দেশ শেষবারের মতো টেস্ট ম্যাচ খেলেছে ২০০৮ সালে৷ খুব ভালো টেস্ট ম্যাচ হবে, এই দুই দল যদি মুখোমুখি হয়৷ দুই দেশের ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে উৎসাহের বাতাবরণ তৈরি করবেন৷ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আইসিসি প্রতিযোগিতায় আমরা যখন ওদের বিরুদ্ধে খেলছি, তাহলে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ করতে কোথায় অসুবিধা আছে?’ ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের উপরে ছেড়ে দিয়েছে৷

কিন্ত্ত কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনওরকম মন্তব্য বা সিদ্ধান্ত নেয়নি৷ পাকিস্তানও ভারত-পাকিস্তান সিরিজ চাইছে, সেকথা জানিয়ে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে আইসিসি’র কাছে আবেদন করে দুই দেশের টেস্ট সিরিজ চালু করা হোক৷ ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে৷ ভারত সেখানে খেলতে যাবে কিনা, তাও পরিষ্কার নয়৷ যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনওরকম সবুজ সংকেত না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনওরকম হঁ্যা কথাটা বলা যাচ্ছে না৷ তবে আইসিসি বলেছে, কোনও ক্রিকেট বোর্ড যদি দেশের নিয়ম ভাঙতে না চায়, সেখানে আইসিসি’র কোনও আপত্তি নেই৷