হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দলের বাইরে রােহিত শর্মা। এবং দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরেও যেতে পারেননি। আর রােহিত যে ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে বিরাট কোহল্টিা তার অনুপস্থিতিতে সিরিজে হার স্বীকার করে। অস্ট্রেলিয়া সফরে রােহিতের রেকর্ড ভাঙার সুযােগ ছিল বিরাটের সামনে।
কিন্তু তিনি অন্যান্য রেকর্ড ভাঙলেও এই রেকর্ডটা ভাঙতে পারলেন না। এরফলে টানা আট বছর রােহিত শর্মা ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড করলেন হিটম্যান।
Advertisement
চলতি বছরের গােড়ার দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১১৯ রান করেছিলেন রােহিত। যা এই বছরে কোনও ভারতীয় ব্যাটসম্যান সীমিত ওভারের ক্রিকেটে কেউ করে দেখাতে পারেননি।
Advertisement
Advertisement



