• facebook
  • twitter
Saturday, 2 August, 2025

রোহিতকে রেখেই ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দল

সাদা বলের ক্রিকেটে মোটামুটি খেললেও গত বছর থেকেই টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে এসেছেন রোহিত। যার বীভৎস চেহারা ধরা পড়ে অস্ট্রেলিয়া সফরে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের ইংল্যান্ড সফর শুরু হতে আর মাত্র দু’মাস বাকি। তার আগে ৩৫ জনের প্রাথমিক দল বেছে নিল বিসিসিআই। রোহিত শর্মা সেই তালিকায় জায়গা পেয়েছেন। তাঁকে অধিনায়ক রেখেই ইংল্যান্ড জয়ের রাস্তা খুঁজতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সাদা বলের ক্রিকেটে মোটামুটি খেললেও গত বছর থেকেই টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে এসেছেন রোহিত। যার বীভৎস চেহারা ধরা পড়ে অস্ট্রেলিয়া সফরে। বর্ডার-গাভাসকার ট্রফিতে প্রথম টেস্টে নামেননি রোহিত। শেষ টেস্টে তিনি সরে দাঁড়ান। আর মাঝের তিন টেস্ট ম্যাচে ধরাশায়ী পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত। এরপরই জল্পনা ওঠে রোহিতের অধিনায়কত্ব নিয়ে। যদিও যে প্রাথমিক তালিকা বেরিয়েছে তাতে বেশ স্বস্তিই পাবেন হিটম্যান। সূত্র মারফত জানা গিয়েছে, ৩৫ জন ক্রিকেটার বাছাইয়ের পর তাঁদের দু’দফায় ভাগ করার পরিকল্পনা নিয়েছে বোর্ড। এক অংশের খেলোয়াড়দের ‘এ’-টিম এবং বাকিদের পাঁচ টেস্টের সফরের জন্য মনোনীত করা হবে। চূড়ান্ত তালিকায় কারা ঠাঁই পাবেন সেটা ঠিক হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে।

তবে প্রশ্ন যে শুধু রোহিতকে ঘিরে তা কিন্তু নয়। পাঁচ ও ছয় নম্বরে কারা নামবেন সেটা নিয়েও একই রকম ধোঁয়াশা থাকছে। অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ঠিক হয়েছে, দুই জায়গায় রজত পাটিদার ও করুণ নায়ারকে নিয়ে পরীক্ষা চালানো হবে। দুজনেই ঘরোয়া ক্রিকেটে লাল বলে দীর্ঘদিন ধরে খেলছেন। ফর্মে রয়েছেন এবং রানও করছেন। তাই এ-টিমের হয়ে প্রথমে মাঠে নামবেন রজত ও করুণ নায়ার। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সরফরাজ খানের উপরে তেমন ভরসা নেই টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে করুণ নায়ারের। এ বিষয়ে বোর্ড কর্তা জানান, ‘লাল বলের ক্রিকেটে করুণ নায়ার ও রজত পতিদারের অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই মনে করা হচ্ছে ওঁদের মধ্যে অন্তত একজন ইন্ডিয়া ‘এ’ টিমে থাকবেন। তবে শ্রেয়স আইয়ারকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । আর এই কারণেই কপাল পোড়ার আশঙ্কা রয়েছে শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের। ওয়ান ডে-তে দলের স্তম্ভ হয়ে উঠলেও শ্রেয়স টেস্টে বারবার ব্যর্থ হচ্ছেন। এরই খেসারত দিয়ে গত বছর দল থেকে বাদ পড়েন। একই ঘটনা অক্ষরের ক্ষেত্রেও। ৩৫ জনের লিস্টে দুই ক্রিকেটার জায়গা পাননি। চূড়ান্ত তালিকায় তাঁরা স্থান পান কি না, আপাতত নজর সেদিকে।

অন্যদিকে তৃতীয় ওপেনার হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। তালিকায় নাম রয়েছে কুলদীপ যাদবের। দীর্ঘদিন বিদেশের মাটিতে টেস্টে সুযোগ পাননি এই বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পরে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কুলদীপ।