• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সিংহাসন হারালেন রোহিত

এক নম্বরে ড্যারিল মিচেল

ফাইল চিত্র

ভারত–দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেলেন রোহিত শর্মা। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান থেকে সরে গিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মাত্র এক পয়েন্টের ব্যবধানে তাঁর জায়গা দখল করলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

নিউজিল্যান্ডের এই ঝড়ো ব্যাটসম্যান এখন র্যা ঙ্কিংয়ের শীর্ষে ৭৮২ পয়েন্ট নিয়ে। রোহিত শর্মার সংগ্রহ ৭৮১ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে মিচেলের দুরন্ত শতরান তাঁকে এনে দিয়েছে এই সাফল্য। ১১৮ বলে ১১৯ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। তাঁর ব্যাটেই সাত রানের জয়ে সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। এই সেঞ্চুরি তাঁর ওয়ানডে কেরিয়ারের সপ্তম। এই সঙ্গে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রমতালিকায় এক নম্বর স্থান দখল করলেন তিনি। এর আগে ১৯৭৯ সালে গ্লেন টার্নার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যদিও দ্বিতীয় ওয়ানডে-তে চোটের কারণে মাঠে নামতে পারেননি মিচেল।

Advertisement

এদিকে লাভবান হয়েছে পাকিস্তানও। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান পাঁচ ধাপ উঠে ২২ নম্বরে, ফখর জামান ২৬ নম্বরে পৌঁছেছেন। তারকা ব্যাটসম্যান বাবর আজমও এক ধাপ উন্নতি করে ৬২২ পয়েন্ট নিয়ে এখন ষষ্ঠ স্থানে।

Advertisement

তবে তালিকার শীর্ষে ফেরার সুযোগ এখনও রয়েছে রোহিতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে যদি তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ফর্ম বজায় রাখতে পারেন, তবে সহজেই মিচেলকে পেছনে ফেলে ফের এক নম্বরে উঠতে পারেন তিনি।

টপ-১০–এ ভারতীয়দের দাপট বজায় আছে। রোহিত ছাড়াও শুভমন গিল চতুর্থ, বিরাট কোহলি পঞ্চম এবং শ্রেয়স আইয়ার অষ্টম স্থানে রয়েছেন।

Advertisement