• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্ট্রেলিয়া উড়ে গেলেন রােহিত

রােহিত মঙ্গলবার ভােরে দুবাই হয়ে অস্ট্রেলিয়ার জন্য রওনা হয়েছেন। অস্ট্রেলিয়ায় পৌছে রােহিতকে চোদ্দদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর রোহিত শর্মা (Photo: Paul ELLIS / AFP)

মঙ্গলবার ভােরবেলা অস্ট্রেলিয়া উড়ে গেলেন রােহিত শর্মা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়া গিয়ে কোয়ারেন্টাইনে থাকার পর আবার ও তাকে একবার ফিটনেস পরীক্ষা দিতে হবে।

জানা গিয়েছে, রােহিত মঙ্গলবার ভােরে দুবাই হয়ে অস্ট্রেলিয়ার জন্য রওনা হয়েছেন। অস্ট্রেলিয়ায় পৌছে রােহিতকে চোদ্দদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সময় তাকে কী কী করতে হবে, সেটা ভারতীয় দলের মেডিক্যাল টিম জানিয়ে দিয়েছে আগাম।

Advertisement

Advertisement

Advertisement