দুই বছর বাদে আবার বাংলা দলের হয়ে খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা। তবে আগামী মরশুমে উইকেটরক্ষক ভূমিকায় ঋদ্ধিমানকে দেখা যাবে না। তবে তিনি ব্যাটসম্যান হিসাবে বাংলা দলে প্রতিনিধিত্ব করবেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখনও খেলায় সাবলীল। দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন প্রয়োজনে উইকেটরক্ষক হিসাবেও ঋদ্ধিকে দেখতে পাওয়া যেতে পারে। তবে উইকেটরক্ষক হিসাবে খেলতে দেখা যাবে অভিষেক পোড়েলকে।
দ্বিতীয় উইকেটরক্ষক থাকছেন সৌরভ পাল। বাংলা দলের ৩১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। এখানে উল্লেখ করা যেতে পারে ঋদ্ধিমানের মতো সুদীপও ত্রিপুরায় খেলতে গিয়েছিলেন। এই দলে রয়েছে অভিজ্ঞ ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, মহম্মদ শামি, শাহবাজ, আহমেদের মতো খেলোয়াড়েরা।
Advertisement
তবে বাংলা দলকে কে নেতৃত্ব দেবেন তা ঘোষণা করা হয়নি। মনোজ তেওয়ারি অবসর নেবার পরে বাংলার অধিনায়ক নিয়ে নির্বাচকরা এখনই কিছু ভাবতে রাজি হননি। তবে অধিনায়কের দৌড়ে থাকছেন অভিমন্যু ঈশ্বরণ ও ঋদ্ধিমান সাহা।
Advertisement
Advertisement



