আইএসএলে চলতি মরসুমে লাল-হলুদ শিবিরের খেলার ফলাফল অন্যরকম হয়ে গিয়েছে রেফারির ভুল সিদ্ধান্ত এবং অবাঞ্ছিতভাবে খেলা পরিচালনার জন্য। রেফারির দুর্বল পরিচালনার ব্যাপারে এবং পক্ষপাতিত্বের কথা বলে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সারা ভারত ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে কোনওরকম উত্তর খুঁজে পাওয়া যায়নি। সেই কারণেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে ক্লাব সিদ্ধান্ত নেয় এবং ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল, একদিন সময় দেওয়া হোক সরাসরি কথা বলার জন্য। সেই অনুরোধেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়া ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের সময় দিয়েছিলেন। তাই রবিবার দিল্লির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বাসভবনে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গেছে।
ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ক্লাবের দুই প্রতিনিধি ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও দেবব্রত সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বাসভবনে এই দুই প্রতিনিধির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তিনি মনোযোগ সহকারে সমস্যাগুলি শুনেছেন। ক্লাবের তরফে আশা করা যাচ্ছে, ক্রীড়ামন্ত্রী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলি শুধু শোনেননি। বিস্তারিতভাবে আলোচনার শেষে অভিযোগগুলিকে মান্যতা দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী মনে করেন, যে কোনও ক্লাবের কাছে এই ঘটনা কখনওই অভিপ্রেত নয়। বিশেষ করে ১০৫ বছরের পুরনো ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গলের উপর এই ধরনের ঘটনা ঘটছে, তার কারণ খুঁজে বের করতে হবে।
Advertisement
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনে করেন, শুধু খেলা নয়, সমস্ত কিছুতেই স্বচ্ছতা ও বিচক্ষণতার সঙ্গে ঘটনাকে পর্যবেক্ষণ করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, আগামী দিনে যদি ক্লাব কোনও সমস্যার সম্মুখীন না হয়, তা জানাতে হবে। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ করেন, আগামী ১ আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। ওই দিন আপনাকে প্রধান অতিথি হিসেবে পেতে চাই। এই আমন্ত্রণের বার্তা পেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সম্মতি দিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রীড়ামন্ত্রীকে সাম্মানিক সদস্যপদ দেওয়া হবে। এই অনুরোধও তিনি গ্রহণ করেছেন।
Advertisement
Advertisement



