শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদ

Written by SNS April 22, 2024 4:01 pm

সান্তিয়াগো– বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা শিরোপা জয়ের পথেই আছে রিয়াল মাদ্রিদ৷ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবু্যতে আজ রাতে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় রিয়াল জিতে গেলে বার্সার সঙ্গে ব্যবধান বেড়ে হবে ১১৷ তখন লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কার্লো আনচেলত্তির দলের সঙ্গে নূ্যনতম প্রতিদ্বন্দ্বিতাটুকুও আর থাকবে না বার্সার৷ বিপরীতে বার্সা আজ জিততে পারলে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হবে ৫৷ সে ক্ষেত্রে জাভি হার্নান্দেজের দল লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন বেঁচে থাকবে৷

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সার লড়াইটা প্রায়ই দল ছাড়িয়ে ব্যক্তি পর্যায়ের হয়ে ওঠে৷ আজও বেশ কয়েকটি পজিশনে হতে পারে দুই দলের দুজনের মধ্যে তীব্র লড়াই৷ সেটাই গড়ে দিতে পারে ব্যবধান৷ মৌসুমের শেষ এল ক্লাসিকোর ভাগ্য ঠিক করে দিতে পারে, এমন ৪ লড়াই নিয়েই এ আয়োজন—
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে দুজন দুই রকম অভিজ্ঞতা নিয়ে আজ লা লিগায় মুখোমুখি হতে চলেছেন৷ ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল৷

রোনাল্ডো আরাউহোর বার্সেলোনা নিজেদের মাঠে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে৷ বার্সা ছিটকে পড়ায় অনেক সমর্থক আরাউহোকেই দায়ী করেছেন৷ পিএসজির ব্র্যাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উরুগুইয়ান ডিফেন্ডারকে৷ ম্যাচের তখন ২৯ মিনিট৷ বাকি সময় এক খেলোয়াড় কম নিয়ে পিএসজির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি বার্সা৷
সেই ধাক্কা কাটিয়ে উঠেই দারুণ ছন্দে থাকা ভিনিসিয়ুসকে সামলানো আরাউহোর জন্য ভীষণ কঠিন হবে৷ লেফট উইঙ্গার হলেও রিয়াল কোচ আনচেলত্তি এ মৌসুমে বেশির ভাগ ম্যাচেই ভিনিকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন৷ পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে আত্মবিশ্বাসে চিড় ধরা বার্সা রক্ষণভাগের ওপর আজ নিশ্চিতভাবেই ছড়ি ঘোরাতে চাইবেন ভিনি৷ বার্সার বিপক্ষে সর্বশেষ ম্যাচে (স্প্যানিশ সুপার কাপ ফাইনাল) পাওয়া হ্যাটট্রিক ব্রাজিলের ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে বাড়তি প্রেরণা জোগাবে৷