• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজস্থানের মেন্টর রাহুল দ্রাবিড়

২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড় আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছিলেন। তারপরেই রাজস্থানে মোটা অঙ্কের অর্থে যোগ দিয়েছিলেন।

রাহুল দ্রাবিড় (Photo: IANS)

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তারপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাহুল দ্রাবিড়কে নিয়ে গুঞ্জন উঠতে শুরু করে। এমনকি একাধিক আইপিএল ক্রিকেট খেলা দলগুলিও রাহুল দ্রাবিড়কে নিয়েও ছোটাছুটি শুরু করে। অনেকেই ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাহুলের পিছনে ঘোরাফেরা করছিল। কিন্তু রাহুল দ্রাবিড় শেষ পর্যন্ত আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসকে বেছে নিলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ক্রিকেটার হিসেবে যেমন খেলেছেন, তেমনই আবার মেন্টর হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন। সে কারণে মেন্টর বা কোচ হিসেবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছিল। তারা রাহুল দ্রাবিড়কে বলেছিল, এই ব্ল্যাঙ্ক চেকে আপনি শুধু টাকার অঙ্কটা লিখে নিন। কিন্তু সেই প্রলোভনে পা বাড়াননি রাহুল দ্রাবিড়। পছন্দের তালিকায় সেই কারণেই পুরনো ক্লাবেই নাম লেখালেন। আবার অনেকেরই জানা আছে, ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড় আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছিলেন। তারপরেই রাজস্থানে মোটা অঙ্কের অর্থে যোগ দিয়েছিলেন। সেই কারণেই রাজস্থানের প্রতি তাঁর একটা অন্য দুর্বলতা রয়েছে। রাজস্থানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতেই তিনি তাতে সিলমোহর দিলেন।

Advertisement

Advertisement

Advertisement