মহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্যা কিছুতেই পিছু সরছে না। ফিফার রেজিস্ট্রেশন ব্যান উঠে গেলেও ফেডারেশনের কাছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অভিযোগপত্র নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছিল, বিদেশি ফুটবলার ফ্যাঙ্কার বেতন তিরিশ দিনের মধ্যে না দিলে শাস্তির মুখে পড়তে হবে। মহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা সেই চিঠি পাওয়ার পরে, তিরিশ দিনের মধ্যে সেই বেতন দিতে পারেননি। মহামেডানের বিরুদ্ধে সব মিলিয়ে আটটি অভিযোগ জমা পড়েছে। যদি বকেয়া মিটিয়ে না দিতে পারে, তাহলে আগামী বছরে জানুয়ারি উইন্ডো আর পরের উইন্ডোতে মহামেডান স্পোর্টিং ক্লাব কোনও ফুটবলার সই করাতে পারবে না। তবে এই মুহূর্তে ফ্রি ফুটবলারদের সই করাতে কোনও অসুবিধা নেই।
জানা গেছে, ফ্রাঙ্কার অভিযোগের জন্য সামনের দুটো উইন্ডো ব্যান আসার আগে ভারতীয় ফুটবলারদের সই করিয়ে নেওয়া বে। এখনও পর্যন্ত ২২ জন ফুটবলারকে নাম নথিভুক্ত করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। এবারের কলকাতা ফুটবলে সাদা-কালো ব্রিগেড একেবারেই ভালো খেলতে পারেনি। শেষ মুহূর্তে কোনওক্রমে অবনমন বাঁচিয়ে ছিল। তবে আইএসএল টুর্নামেন্ট চালু করার ক্ষেত্রে ১২ দলের জোটে মহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



