• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহমেডানকে হাফ ডজন গোল দিল নর্থ-ইস্ট দল

ভুবনেশ্বরে সুপার কাপ ফুটবল থেকে ইস্টবেঙ্গলের পরে কলকাতার অপর প্রধান মহমেডান স্পোর্টিং প্রথম ম্যাচেই হেরে গিয়ে বিদায় নিল।

মহামেডান ক্লাব। ফাইল চিত্র

ভুবনেশ্বরে সুপার কাপ ফুটবল থেকে ইস্টবেঙ্গলের পরে কলকাতার অপর প্রধান মহমেডান স্পোর্টিং প্রথম ম্যাচেই হেরে গিয়ে বিদায় নিল। বৃহস্পতিবার মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পাহাড়ি দল নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। মহমেডান স্পোর্টিংকে একেবারে ছেলেখেলা করে নর্থ-ইস্ট ইউনাইটেড ৬-০ গোলে উড়িয়ে দিল। সাদা-কালো শিবিরের ফুটবলরাররা মাঠে দাঁড়াতেই পারলেন না। এই খেলায় নর্থ-ইস্ট দলের আলাদিন হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন। খেলার শুরু থেকেই পাহাড়ি দলের আক্রমণের কাছে দাঁড়াতেই পারল না মহমেডান। ছন্নছাড়া ফুটবলে দিশেহারা হয়ে যায় সাদা-কালো শিবির।

আইএসএল ফুটবলে মহমেডান স্পোর্টিংয়ের যে দৈন্যদশা চোখে পড়েছিল, তা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। খেলার তিন মিনিটের মাথায় নর্থ-ইস্ট দল প্রথমে গোল করে এগিয়ে যায়। তারপর থেকেই আক্রমণের গতি যেভাবে পাহাড়ি ফুটবলাররা প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বাড়াতে থাকেন, তাতে মহমেডানের রক্ষণভাগের ফুটবলাররা দিশেহারা হয়ে যান। কীভাবে তাঁরা নর্থ-ইস্ট দলের আক্রমণকে প্রতিরোধ করবে, তার কোনও হদিশই খুঁজে পাননি। খেলার প্রথম গোলটি করেন জিতিন। খেলার ১৫ মিনিটের মাথায় নর্থ-ইস্ট দল ২-০ গোলে এগিয়ে যায়। এবারের গোলটি করেন আলাদিন। স্বাভাবিকভাবেই এগিয়ে থাকা নর্থ-ইস্ট দল আক্রমণে ঝড় তুলে মহমেডান স্পোর্টিংয়ের দুর্গকে ভেঙে দেয়। খেলার প্রথমার্ধে ৪২ মিনিটের মাথায় জিতিনের পাস থেকে নর্থ-ইস্ট দলকে ৩-০ গোলে এগিয়ে দেন নেস্টার। প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন না হলে বিরতির পর নর্থ-ইস্ট দলের চেহারা একেবারেই বদলে যায়।

Advertisement

খেলার দ্বিতীয় পর্বে মহমেডান স্পোর্টিং ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হয়। আসলে সাদা-কালো শিবিরের তরুণ ফুটবলারদের জায়গ দেওয়া হয়েছিল। এমনকি জাতীয় ফুটবলে পাকিস্তান বাংলা দলে রবি হাঁসদা খেললেও গোল করার মতো কোনও সুযোগই তৈরি করতে পারেননি। মহমেডানের রক্ষণভাগের ভুলে ৫৬ মিনিটের মাথায় আলাদিন আবার গোল করে নর্থ-ইস্ট দলকে ৪-০ গোলে এগিয়ে দেন। স্বাভাবিকভাবেই মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা চার গোলে পিছিয়ে থাকার পরে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন। আক্রমণে উঠে আসা তাঁদের পক্ষে আর সম্ভব হয়নি। বরঞ্চ রক্ষণভাগের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আসা হয়। তবুও নর্থ-ইস্ট দলের আক্রমণের ঝড়ে তাঁরা এলোমেলো হয়ে যান। খেলার ৬৬ মিনিটে গিলেরোমো গোল করে ব্যবধান (৫-০) বাড়িয়ে দেন। খেলার একেবারে শেষ সময়ে নর্থ-ইস্ট দল পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি শুট আউটে আলাদিন গোল করতে ভুল করেননি। গোল করার সঙ্গে সঙ্গে তিনি হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। নর্থ-ইস্ট দল প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ৬-০ গোলে হারিয়ে দিয়ে শেষ আটে পৌঁছে গেল।

Advertisement

Advertisement