• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এই সব লাল্লু-ভুল্লুদের দিয়ে ভারতকে হারানো যাবে না, তোপ শোয়েবের

এশিয়া কাপে ভারতের কাছে পরপর হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার।

এশিয়া কাপে ভারতের কাছে পরপর হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর অভিযোগ, বোর্ড এখন ‘ভদ্র, শান্ত’ক্রিকেটার খুঁজছে, যাঁরা মাঠে লড়াই করার মতো মানসিকভাবে প্রস্তুত নয়।

আখতার বলেন, ‘এই সব লাল্লু-ভুল্লু ছেলেদের দিয়ে ভারতকে হারানো যাবে না। এমন ক্রিকেটার দরকার যাঁরা সাহসী, কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারে।’ তিনি জানান, অনেক আগেই বোর্ডকে সাতটি পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা উপেক্ষিত হয়েছে। তার মধ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ বাড়ানো, ‘পিএসএল ২.০’-এর মতো নতুন লিগ চালু করা, এবং ১৫ হাজার প্রতিভাবান খেলোয়াড় তৈরি রাখার পরিকল্পনা।

Advertisement

অধিনায়ক ও কোচ নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন আখতার। বলেন, ‘অধিনায়কই যখন খেলার যোগ্য নয়, বাকিদের আর কী বলব? কোচ কাউকে শুনতেই চান না।’ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডে নিজে যোগ দিতে চান না আখতার। তাঁর কথায়, ‘যারা বোর্ডে গিয়েছে, তাঁদের অনেকেই সম্মান হারিয়েছে। আমি সেটা চাই না।’

Advertisement

Advertisement