• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

সেনা টুপি পরে খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ পিসিবি’র

কাশ্মীরের পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে সেনার টুপি পরে খেলতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু ভারতীয় দলের এই উদ্যোগকে ভাল চোখে নিতে পারেনি পাকিস্তান।

সেনা টুপি পরে ভারতীয় ক্রিকেট দল (Photo: Surjeet Yadav/IANS)

দিল্লি, ৯ মার্চ – কাশ্মীরের পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে সেনার টুপি পরে খেলতে নেমেছিল ভারতীয় দল। শুধু তাই নয় আর্থিক অনুদানের মধ্যে দিয়ে দেশবাসীকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু ভারতীয় দলের এই উদ্যোগকে ভাল চোখে নিতে পারেনি পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি খেলার মাঠে সেনার টুপি ব্যবহার করে ভারতীয় খেলোয়াড়রা ক্রিকেট খেলার মধ্যে রাজনীতি এনেছেন। এই ব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেই কারণেই আইসিসি’র কাছে  নালিশ জানাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগে বলা হয়েছে, খেলার মাঠকে কখনোই এইভাবে ব্যবহার করা যায় না। পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী ফাওয়াদ চৌধুরি অভিযোগ করেছেন, ক্রিকেট মাঠ সবসময় ভদ্রলোকের। সেখানে এইভাবে রাজনিতিকে প্রবেশ করিয়ে দেওয়াটা কখনোই বরদাস্ত করা যায় না। এটা মনে রাখতে হবে রাজনিতির ক্ষেত্রে নয় খেলা খেলাই থাকে সেখানে কোনও অন্য চরিত্র জায়গা পায় না। তাঁর মতে ক্রিকেট মাঠে কখনোই এই ধরনের রাজনীতিকে প্রবেশ করানো সঠিক কাজ হয়নি। আইসিসিতে তাই চিঠি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যপারে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশা করছে এই ব্যপারে নিশ্চই কোনও পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় ক্রিকেটাররা সেনা টুপি পরে নেমে নিজেদের গর্ব অনুভব করেছেন। প্রত্যেকেরই অনুভব সৈনিকরা যেমন সীমান্ত দাঁড়িয়ে অতন্দ্র প্রহরীর মতন লড়াই করেন কোনও বিপদের সঙ্কেত পেলে, ঠিক সেইভাবেই লড়াই করবার মানসিকতা নিয়েই শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোটাই হচ্ছে বড় কাজ। মাতৃভুমি ভারতবর্ষকে যেভাবে তারা রক্ষা করে চলেছেন তা তো আমাদের কাছে গর্বের। সেই গর্বেই আমরা গর্বিত। খেলাটাও একটা লড়াই ক্ষেত্র। যুদ্ধ করবার মতন মানসিকতা তৈরি করাটা অবশ্যই প্রয়োজন। সৈনিকরা যেমন কখনোই হার মানতে চান না যে কোনও লড়াইতে ঠিক সেইভাবেই ভারতীয় ক্রিকেটাররা এক নতুন চরিত্র তৈরি করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল। এটাই তো শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো। আমরা কোনওভাবেই ভুলতে পারিনি কাশ্মীরের সেই অমর শহিদদের।