• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

প্রতিযোগিতায় অংশ নিয়ে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখার সুযোগ

ভারত থেকে ১০০ জন ক্রিকেট প্রেমীকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে ব্রিটানিয়া সংস্থা। সম্প্রতি আইসিসি'র সঙ্গে এক যৌথ অনলাইন প্রচার শুরু করেছে ব্রিটানিয়া 'ব্রিটানিয়া খাও ওয়ার্ল্ড কাপ যাও'।

কপিল দেব, কৃষ্ণমাচারি শীকান্ত, রজার বিনি, সৈয়দ কিরমানি(Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি – ভারত থেকে ১০০ জন ক্রিকেট প্রেমীকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে ব্রিটানিয়া সংস্থা। সম্প্রতি আইসিসি’র সঙ্গে এক যৌথ অনলাইন প্রচার শুরু করেছে ব্রিটানিয়া ‘ব্রিটানিয়া খাও ওয়ার্ল্ড কাপ যাও’। প্রচার শুরু করেছেন কপিল দেব, কৃষ্ণমাচারি শীকান্ত, সৈয়দ কিরমানি, রজার বিনি প্রমুখ বিশিষ্ট ক্রিকেটাররা। প্রচার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সফল যেকোনও ১০০ জন প্রতিযোগীকে ইংল্যান্ডে ও ওয়েলসে ব্রিটানিয়া সংস্থা ম্যাচ দেখার সকল ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছেন সংস্থার পক্ষে আলি হ্যারিস শিরি। ব্রিটানিয়ার শতবর্ষ উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।