অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

Written by SNS March 18, 2024 4:04 pm

দিল্লি— কোচ রাহুল দ্রাবিড় বোলার রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ৷ সেখানে দ্রাবিড়ের মুখে বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম শোনা গেল না৷ অশ্বিনের একশোতম টেস্ট ম্যাচ খেলার পরে মাঠে অশ্বিনকে স্মারক তুলে দেওয়ার সময় কোচ দ্রাবিড় সেদিনও অশ্বিনের কৃতিত্বের কথা বড় করে বলেছিলেন৷ ইংল্যান্ডের বিপক্ষে ধরমশালায় খেলাটি অশ্বিনের কাছে শততম টেস্ট ম্যাচ ছিল৷ সেই অশ্বিনকে আবার প্রশংসায় ভরিয়ে দিলেন কোচ দ্রাবিড়৷

রবিচন্দ্রন অশ্বিন এখন পর্যন্ত টেস্ট ম্যাচে ৫০০-র বেশি উইকেট পেয়েছেন৷ তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অশ্বিনকে বিশেষ সম্মান জানানো হয়৷ ওই অনুষ্ঠানে কোচ রাহুল দ্রাবিড় বলেন, ভারতের বোলারদের কাছে রবিচন্দ্রন অশ্বিন আদর্শ৷ বিশেষ করে স্পিন বোলারদের কাছে৷ তিনি একটা নতুন অধ্যায় রচনা করেছেন৷ স্পিন বোলিং-কে একাট উঁচু জায়গায় নিয়ে গিয়েছেন৷ অশ্বিন এখন যে পরিশ্রম করেন তা অন্যদের অবশ্যই শেখা উচিত৷ একটা গোটা প্রজন্মর কাছে বড় আদর্শ তা বড় গলায় বলতে পারা যায়৷ আমার বিশ্বাস অশ্বিন এখনই খেলা থেকে অবসর নিচ্ছেন না৷ অশ্বিনের মানসিকতার প্রশংসা করেছেন৷ দ্রাবিড়৷ অশ্বিন সব সময় দলকে জেতানোর চেষ্টা করে থাকেন৷ কখনও নিজের জন্যে খেলেন না৷ এই ধরনের ক্রিকেটারকে দলে খুবই প্রয়োজন হয়ে থাকে৷ বলতে দ্বিধা নেই আগামী দিনে ভারতের হয়ে আগামী দিনেও এই কাজ অশ্বিন করবেন৷

রবি চন্দ্রন অশ্বিনের সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে ও রবি শাস্ত্রী৷ ভারতীয় খেলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন অনিল কুম্বলে তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯টি উইকেট৷ কুম্বলেকে স্পর্শ করতে এগিয়ে চলেছেন রবি চন্দ্রন অশ্বিন৷