• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

৯ বছর বাদে ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ জয় ইংল্যান্ডের বিরুদ্ধে

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে যায় ১১২ রানে। এত কম রানে ইংল্যান্ডকে ধরে রাখার জন্য বড় ভূমিকা নেন সাজিদ এবং নোমান। জয়ের জন্য মাত্র ৩৬ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দে পাকিস্তান শিবির।

দীর্ঘ ন’বছর বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতল পাকিস্তান। ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে ২-১ ব্যবধানে জয় শান মাসুদের দলের। শেষ টেস্টে পাকিস্তান জিতল ৯ উইকেটে। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান এবং নোমান আলি মিলে ১৯টি উইকেট নিলেন।

ইংল্যান্ডকে শেষ বার টেস্ট সিরিজ়ে পাকিস্তান হারিয়েছিল ২০১৫ সালে। সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল সেই সিরিজ়। সে বার তিন ম্যাচের সিরিজ় ২-০ জিতেছিল পাকিস্তান। এ বারে প্রথম টেস্টে হেরে যাওয়ার পরেও ঘুরে দাঁড়ায় তারা। পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের হাতের মুঠোয় নিল।

তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারানোর নেপথ্যে পাকিস্তানের দুই স্পিনার। গত টেস্টে সাজিদ এবং নোমান মিলেই ইংল্যান্ডের ২০টি উইকেট নিয়েছিলেন। তৃতীয় টেস্টে তাঁরা নিলেন ১৯টি উইকেট। সাজিদ নিলেন ১০টি উইকেট এবং নোমান নিলেন ৯টি। প্রথম ইনিংসে তাঁদের দাপটে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২৬৭ রানে। তার জবাবে পাকিস্তান করে ৩৪৪ রান। শতরান করেন সাউদ শাকিল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে যায় ১১২ রানে। এত কম রানে ইংল্যান্ডকে ধরে রাখার জন্য বড় ভূমিকা নেন সাজিদ এবং নোমান। জয়ের জন্য মাত্র ৩৬ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। সেই লক্ষ্যে পৌঁছতে কোনও অসুবিধাই হয়নি এবং জয় নিশ্চিত করে পাকিস্তান আবার ছন্দে ফিরে আসে।